লিটনের ১২তম টেস্ট ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৭ মে ২০২২
লিটনের ১২তম টেস্ট ফিফটি

সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন লিটন দাস। এই চট্টগ্রামের মাটিতে খেলা নিজের সর্বশেষ টেস্টে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় সাগরিকা স্টেডিয়ামে আরও একবার দেখা মিললো লিটনের অর্ধশতকের। এটি তার ক্যারিয়ারের ১২তম অর্ধশতক।

মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের চা বিরতির পর আঘাতজনিত অবসর নিয়ে মাঠে নামেননি তামিম ইকবাল। তামিমের বদলি হিসেবে নেমে দেখেশুনে লঙ্কানদের মোকাবিলা করেন তামিম।

ক্যারিয়ারের শুরুর দিকে সব ফরম্যাটে ধারাবাহিকতার অভাবে ভোগা লিটন এখন রয়েছেন সেরা ছন্দে। যদিও দক্ষিণ আফ্রিকা সফরে দেখা পাননি কোনো অর্ধশতকেরও।

তবে এর আগের দুই সিরিজে পাকিস্তানে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ছন্দেই ছিলেন এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষেও করলেন দারুণ এক অর্ধশতক।

নিজের ইনিংসের ৯৬তম বলে করেন ৫২ রান। প্রতিপক্ষের বোলারদের বলকে ৮ বার সীমানা পার করেছেন।

ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন দাস। এছাড়াও একই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও করেন অর্ধশতক। সাদা পোশাকে টানা তিন ইনিংসে তিনটি অর্ধশতক করলেন লিটন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

চট্টগ্রাম টেস্টে ‘কনকাশন সাব’, ফার্নান্দোর বদলি রাজিথা

চট্টগ্রাম টেস্টে ‘কনকাশন সাব’, ফার্নান্দোর বদলি রাজিথা