ইংলিশদের বিপক্ষে চূড়ান্ত টেস্ট স্কোয়াড দিলো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫২ পিএম, ৩১ মে ২০২২
ইংলিশদের বিপক্ষে চূড়ান্ত টেস্ট স্কোয়াড দিলো নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ইংল্যান্ডে ২০ সদস্যের দল নিয়ে এলেও সিরিজে ১৬ জনকে চূড়ান্ত স্কোয়াডে রেখেছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (২ জুন) লর্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান-নিউজিল্যান্ড। সিরিজকে সামনে রেখে সোমবার (৩০ মে) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

আইপিএলে টানা খেলার মধ্যে থাকা ট্রেন্ট বোল্ট দলের সাথে যোগ দিলেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়াও ইংল্যান্ডের আসার আগে পায়ের পেশিতে টান পাওয়া হেনরি নিকোলস এখনো সুস্থ হয়ে না উঠায় একাদশে খেলতে পারেন অনিভিষক্ত মাইকেল ব্রেসওয়েল।

এদিকে দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থেকে কিউইদের ডেরায় যোগ দিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএল থেকে আগেভাগেই ছাড়া পাওয়ায় প্রথম টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ায় ইংল্যান্ড থেকে দেশে ফিরে যাবেন জ্যাকব ডুফি, ব্লেয়ার টিকনার এবং রাচিন রবীন্দ্র। কাউন্টি দল লেস্টারশায়ারের সাথে চুক্তিবদ্ধ থাকায় হ্যামিশ রাদারফোর্ডকে ভাইটালিটি ব্লাস্টের জন্য ছেড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ইংলিশদের সাদা পোশাকের গুরু হিসেবে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়ে ইংলিশদের টেস্ট দলকে সামলাবেন তিনি।

টেস্ট স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম বুন্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, ক্যাম ফ্লেচার (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, নেইল ওয়াগনার, উইল ইয়ং, মিচেল ব্রেসওয়েল (প্রথম টেস্টের জন্য)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাটলারকে টেস্টে ফেরাতে চান ম্যাককালাম

বাটলারকে টেস্টে ফেরাতে চান ম্যাককালাম

ফেরার আগেই ছিটকে গেলেন জোফরা আর্চার

ফেরার আগেই ছিটকে গেলেন জোফরা আর্চার

ম্যাককালামের পর ইংলিশদের নতুন কোচ ম্যাথু মট

ম্যাককালামের পর ইংলিশদের নতুন কোচ ম্যাথু মট

অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন

অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন