এনসিএল শেষে পয়েন্ট টেবিল যা দাঁড়ালো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ পিএম, ২০ নভেম্বর ২০১৯
এনসিএল শেষে পয়েন্ট টেবিল যা দাঁড়ালো

প্রথম স্তরে শিরোপা জিতেছে খুলনা বিভাগ

শেষ হলো ২১তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রথম স্তরে শিরোপা জিতে নিয়েছে খুলনা বিভাগ। রানার্স-আপ হয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে শীর্ষে থেকে আসর শেষ করা সিলেট বিভাগ আগামী বছর খেলবে প্রথম স্তরে।

প্রথম স্তরে ৬ খেলায় ৩টি জয় ও ৩টি ড্র’তে ৩৯ দশমিক ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করেছে খুলনা। একই স্তরে দ্বিতীয়স্থানে ঢাকা বিভাগ। ১টি করে জয়-হারে সাথে ৪টি ড্র’তে ২৪ দশমিক ৩৯ পয়েন্ট আছে ঢাকার।

২১ দশমিক ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান অর্জন করেছে রংপুর বিভাগ। তাদের ১টি জয়, ২টি হার ও ৩টি ড্র রয়েছে। টেবিলের তলানিতে রয়েছে রাজশাহী বিভাগ। ১টি জয়, ৩টি হার ও ২টি ড্র’তে ১৮ দশমিক ৬৫ পয়েন্ট রাজশাহীর।

দ্বিতীয় স্তরে ৩টি জয়, ২টি হার ও ১টি ড্র’তে ৩৬ দশমিক ০৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট। ১টি করে জয়-হার ও ৪টি ড্র’তে ২৫ দশমিক ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ঢাকা মেট্রো।

তৃতীয়স্থানে থাকা বরিশাল বিভাগের পয়েন্ট ২১ দশমিক ৩৫। ১টি করে জয়-হার ও ৪টি ড্র ছিলো বরিশালের। ২০ দশমিক ৯২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে মৌসুম শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। তাদের ১টি জয়, ২টি হার ও ৩টি ড্র ছিল।

প্রথম স্তর
খুলনা বিভাগ : ম্যাচ ৬, জয় ৩, হার ০, টাই ০, ড্র ৩, পয়েন্ট ৩৯.৮১
ঢাকা বিভাগ : ম্যাচ ৬, জয় ১, হার ১, টাই ০, ড্র ৪, পয়েন্ট ২৪.৩৯
রংপুর বিভাগ : ম্যাচ ৬, জয় ১, হার ২, টাই ০, ড্র ৩, পয়েন্ট ২১.৪৬
রাজশাহী বিভাগ : ম্যাচ ৬, জয় ১, হার ৩, টাই ০, ড্র ২, পয়েন্ট ১৮.৬৫।

দ্বিতীয় স্তর
সিলেট বিভাগ : ম্যাচ ৬, জয় ৩, হার ২, টাই ০, ড্র ১, পয়েন্ট ৩৬.০৪
ঢাকা মেট্রো : ম্যাচ ৬, জয় ১, হার ১, টাই ০, ড্র ৪, পয়েন্ট ২৫.৭৯
বরিশাল বিভাগ : ম্যাচ ৬, জয় ১, হার ১, টাই ০, ড্র ৪, পয়েন্ট ২১.৩৫
চট্টগ্রাম বিভাগ : ম্যাচ ৬, জয় ১, হার ২, টাই ০, ড্র ৩, পয়েন্ট ২০.৯২।


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ-গেইল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ-গেইল

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা