শেবাগ ঝড়ে বাংলাদেশ লিজেন্ডসের ১০ উইকেটের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ০৬ মার্চ ২০২১
শেবাগ ঝড়ে বাংলাদেশ লিজেন্ডসের ১০ উইকেটের হার

বীরেন্দ্র শেবাগের তাণ্ডবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ লিজেন্ডস। স্বাগতিক ভারতের রায়পুরে শুক্রবার (৫ মার্চ) রাতে বাংলাদেশ লিজেন্ডসকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত লিজেন্ডস। ব্যাট হাতে শেবাগ একাই করেছেন ৮০ রান।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০.১ ওভারেই জয় তুলে নিয়েছে ভারত লিজেন্ডস। শেবাগের ৩৫ বলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮০ রান ছাড়া অন্যপ্রান্তে অপরাজিত ছিলেন আরেক কিংবদন্তি, শচীন টেন্ডুলকার। ব্যাট হাতে তিনি করেছেন ২৬ বলে ৩৩ রান।

এদিকে মোহাম্মদ রফিকের নেতৃত্বে বাংলাদেশ লিজেন্ডস ব্যাটে-বলে দুই বিভাগেই ছিল ছন্নছাড়া। টস জিতে নাজিমউদ্দিনের ব্যাটে উদ্বোধনী জুটি থেকে বেশ ভালো রান আসে। ৬ ওভারে বিনা উইকেটে ৫০ করে বাংলাদেশ।

ওপেনার জাভেদ ওমর বেলিম ১২ রান করে আউট হলেবাংলাদেশের ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে। উদ্বোধনী জুটি ভাঙার পর ধবে পরে বাংলাদেশের ইনিংস। আর কোনো জুটি দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

৮ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৪৯ করেন নাজিমউদ্দিন। মিডল অর্ডারে রাজিন সালেহ ১২ রান করেন। ২৪ বলে ১২ রান করে অপরাজিত ছিলেণ তিনি। এছাড়া নাফিস ইকবাল, রফিক, হান্নান সরকাররা ছিলেন আসা-যাওয়ার মাঝে। শেষ পর্যন্ত ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ লিজেন্ডস।

ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন যুবরাজ সিং, প্রজ্ঞান ওঝা ও বিনয় কুমার। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে দুর্দান্ত খেলা বীরেন্দ্র শেবাগ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা আক্রান্ত আফতাব, রোড সেফটির বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন

করোনা আক্রান্ত আফতাব, রোড সেফটির বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন

রোড সেফটি সিরিজে বাংলাদেশ দলে যারা খেলবেন

রোড সেফটি সিরিজে বাংলাদেশ দলে যারা খেলবেন

ছয় ছক্কা ক্লাবে পোলার্ড, গিবস ও যুবরাজের শুভেচ্ছা

ছয় ছক্কা ক্লাবে পোলার্ড, গিবস ও যুবরাজের শুভেচ্ছা

চট্টগ্রামে মাঠে থাকা ক্রিকেটারের করোনা, ম্যাচ পরিত্যক্ত

চট্টগ্রামে মাঠে থাকা ক্রিকেটারের করোনা, ম্যাচ পরিত্যক্ত