১৬ ওভারে বাংলাদেশের টার্গেট ১৭০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ এএম, ৩১ মার্চ ২০২১
১৬ ওভারে বাংলাদেশের টার্গেট ১৭০

বৃষ্টির হানায় কমে গেছে নিউজিলান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরিধি। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১৬ ওভোরে ১৭০ রান। বৃষ্টির আগে ১৭ দশমিক ৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড।

মঙ্গলবার (৩০ মার্চ) নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও পর পর তাসকিন-সরিফুলদের বোলিং তোপে পরে স্বাগতিকরা।

নিউজিল্যান্ড ইনিংসের ১৩তম ওভারে প্রথম বৃষ্টি হানা দেয়। বৃষ্টি শেষে পুনরায় খেলা শুরু হলেও ১৮তম ওভারে আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত স্বাগতিকরে আর ব্যাট হাতে মাঠে নামা হয়নি। বৃষ্টির আগে ১৭ দশমিক ৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৭৩ রান।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনেন আম্পায়াররা। ২০ ওভারে ম্যাচে ৪ ওভার কমিয়ে আনা হলেও বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭০ রান।

 

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়া দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। অন্যদিকে, এ ম্যাচ জিতলেইিএক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ