তিন বছর পর অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ এএম, ২০ মে ২০২১
তিন বছর পর  অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা

২০২১-২২ মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন এ মৌসুমে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে তারা। এ সিরিজের মাধ্যমে দীর্ঘ তিন বছর পর অস্ট্রেলিয়ার সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দু’দল।

সর্বশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা।

বুধবার (১৯ মে) প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে শ্রীলঙ্কা দল। ১১ ফেব্রুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শুরু হবে এ সিরিজ। আর সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। তাই এ সিরিজ শ্রীলঙ্কার জন্য বিশ্বকাপের বড় প্রস্তুতি মঞ্চ।এছাড়াও অ্যাশেজ এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময়সূচিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ সূচি

১ম টি-টোয়েন্টি- ১১ ফেব্রুয়ারী, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি

২য় টি-টোয়েন্ট- ১৩ ফেব্রুয়ারী, গ্যাবা, পার্থ

৩য় টি-টোয়েন্টি- ১৫ ফেব্রুয়ারী, মেট্রিকন স্টেডিয়াম

৪র্থ টি-টোয়েন্টি- ১৮ ফেব্রুয়ারী, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

৫ম টি-টোয়েন্টি- ২০ ফেব্রুয়ারী, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ দলের সামনে 'চ্যালেঞ্জ' হাসারাঙ্গা

বাংলাদেশ দলের সামনে 'চ্যালেঞ্জ' হাসারাঙ্গা

করোনা ও বিশ্বকাপ : বিশেষ বৈঠক ডেকেছে বিসিসিআই

করোনা ও বিশ্বকাপ : বিশেষ বৈঠক ডেকেছে বিসিসিআই

অ্যাশেজের আগে আরও এক সিরিজ অস্ট্রেলিয়ার

অ্যাশেজের আগে আরও এক সিরিজ অস্ট্রেলিয়ার

স্মিথের অধিনায়কত্বের বিরুদ্ধে ইয়ান চ্যাপেল

স্মিথের অধিনায়কত্বের বিরুদ্ধে ইয়ান চ্যাপেল