অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ এএম, ০১ জুন ২০২১
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

২০১৫ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি, তখনও হয়তো ভাবেননি এমন কিছু করতে হবে জীবনে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জাভিয়ের ডোহার্টি ক্রিকেট থেকে অবসরের পর কি কাজ করবেন তা নিয়ে ছিলেন দ্বিধায়। অবশেষে স্ব-ইচ্ছায় কাঠমিস্ত্রি পেশাকেই বেছে নিলেন এই অজি ক্রিকেটার।

২০১৫ সালের বিশ্বকাপ দলে থাকা সাবেক এই অজি ক্রিকেটারের কাঠমিস্ত্রি হিসেবে কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা তর্ক-বিতর্কও। তবে এই পেশাতে খুবই ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

এক ভিডিও বার্তায় ডোহার্টি বলেন, 'এই কাজে আমি এখনও বেশ কাঁচা। কিন্তু তিনটে ধাপ পার করে ফেলেছি। এখন নির্মাণকাজের জায়গায় বেশি সময় কাটাচ্ছি এবং দারুণ উপভোগ করছি ব্যাপারটা। এমন একটা জিনিস শিখছি যেটা ক্রিকেট থেকে সম্পূর্ণ আলাদা।'

ক্রিকেট ছাড়ার পর কোন পেশায় নিজেকে নিয়োজিত করবেন তা নিয়েও বেশ দ্বিধায় ছিলেন তিনি। সাবেক এই অজি ক্রিকেটার জানান প্রথম ১২ মাস তিনি যা পেয়েছেন সেই কাজই করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'ক্রিকেট ছাড়ার পর কি করব বুঝতেছিলাম না। প্রথম ১২ মাস সামনে যা পেয়েছি সেটাই করেছি। পাহাড়ে গিয়েছি, অফিসের কাজ, ক্রিকেটের কাজ সব করেছি। তারপর হঠাৎ করেই এই কাজে আসা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থাকে ধন্যবাদে। ক্রিকেট ছাড়ার পর অনেকেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। সেটার খেয়াল রাখে ওরা।'

অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট, ৬০ ওয়ানডে আর ১১টি টি-টোয়েন্টি খেলছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল

কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল

শঙ্কাই সত্যি হলো, সরে গেল কোপা আমেরিকা

শঙ্কাই সত্যি হলো, সরে গেল কোপা আমেরিকা

তামিমদের ব্যাটিং কোচ হতে পারেন সেই সিডন্স

তামিমদের ব্যাটিং কোচ হতে পারেন সেই সিডন্স

দেশের বাইরে জয়ের খোঁজে ডোমিঙ্গো

দেশের বাইরে জয়ের খোঁজে ডোমিঙ্গো