ত্রিদেশীয় সিরিজ: উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২
ত্রিদেশীয় সিরিজ: উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) সেই সিরিজের সূচি প্রকাশ করেছে। 

সিরিজে একটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মাঠে নামবে। অর্থাৎ একটি দল ফাইনালে ওঠার জন্য চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।

গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালসহ গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টার্সে। 

চলতি বছরের ৭ অক্টোবর শুরু হবে সিরিজটি। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সকাল আটটায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

একদিনের বিরতি শেষে ৯ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 

এরপর ১২ অক্টোবর একই সময়ে পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব-লিটনরা। এর পরের দিন গ্রুপপর্বের শেষ ম্যাচে সকাল আটটায় স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজ খেলার আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২৫ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ম্যাচ দু’টি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

একই দিনে তিন মাঠে খেলবে বাংলাদেশ

একই দিনে তিন মাঠে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশনের খোঁজে বাংলাদেশ

বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশনের খোঁজে বাংলাদেশ

সিপিএলে দুর্দান্ত সাকিব, ম্যাচ সেরা পারফরম্যান্সে জিতলো দল

সিপিএলে দুর্দান্ত সাকিব, ম্যাচ সেরা পারফরম্যান্সে জিতলো দল

এবার রেকর্ড সংগ্রহে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

এবার রেকর্ড সংগ্রহে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড