ভেবেছিলাম ১০-১৫ রান কম হয়েছে: রিজওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ০৭ অক্টোবর ২০২২
ভেবেছিলাম ১০-১৫ রান কম হয়েছে: রিজওয়ান

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২১ রানের জয় দিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। তবে ফিল্ডিংয়ে নামার আগে নিজেদের গড়া ১৬৭ রানের সংগ্রহ নিয়ে খুব একটা সন্তষ্ট ছিল না দলটি।

ম্যাচ শেষে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, তাদের মনে হয়েছিল ১০-১৫ রান কম হয়েছে। উইকেট বিচারে অবশ্য বোলাররা এই সংগ্রহকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে নিয়েছেন বলে মনে করেন তিনি।

রিজওয়ান বলেন, “এটা খুবই ভালো ব্যাটিং সহায়ক উইকেট। আমরা ভেবেছিলাম ভালো খেলার (ব্যাটিং) পরেও ১০/১৫ রান কম হয়েছে। তবে আমাদের বোলাররা খুবই ভালো বোলিং করেছে এবং দলকে জয় এনে দিয়েছে।”

সাম্প্রতিক দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। অধিনায়ক বাবর আজমকে টপকে কয়েকদিন আগে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠেছেন।

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচেও ৫০ বলে ৭৮ রানের ম্যাচ জয়ী ইনিংস এসেছে তার ব্যাট থেকে। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন।

এই দুর্দান্ত ফর্মের জন্য নিজের কঠোর পরিশ্রমকেই কৃতিত্ব দিচ্ছেন রিজওয়ান।  তবে এরকম উইকেটে পরিকল্পনা ছাড়া ভালো করা অনেক কঠিন বলে মত তার।

“আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি এবং বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দেই। এখানে কিছু বাউন্ডারি সতিই অনেক বড়। কিন্তু আমরা বল বিচার করে খেলেছি, এখানে পরিকল্পনা ছাড়া ভালো করা কঠিন” যোগ করেন রিজওয়ান। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে জমলো না বাংলাদেশের লড়াই

পাকিস্তানের বিপক্ষে জমলো না বাংলাদেশের লড়াই

বাংলাদেশ-পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মানছেন উইলিয়ামসন

বাংলাদেশ-পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মানছেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ‘বাংলা ওয়াশ’

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ‘বাংলা ওয়াশ’

পাকিস্তানের হার মানতে পারেন না রমিজ রাজা

পাকিস্তানের হার মানতে পারেন না রমিজ রাজা