একাদশের অর্ধেকেই পাল্টে ফেললো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
একাদশের অর্ধেকেই পাল্টে ফেললো বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটারদের পরগ করে নিতেই বাংলাদেশের এমন সিদ্ধান্ত।

সিরিজের দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছিল লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল। তবে এবার বেঞ্চে থাকা বাকিদেরও সুযোগ দেওয়া হয়েছে একাদশে।

তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন। তাদের মধ্যে রিশাদ এবং শরিফুল প্রথম ম্যাচ খেলেছেন। এক ম্যাচ পরেই আবারও একাদশে ফিরেছেন তারা।

পাঁচজনকে একাদশে জায়গা করে দিতে বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ পাঁচটি পরিবর্তন আনলেও হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা নেদারল্যান্ডস মাত্র একটি পরিবর্তন এনেছে।

এদিকে, সিরিজের শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এবার নেদারল্যান্ডসে হোয়াইটওয়াশ করার মিশনে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

নেদারল্যান্ডসের একাদশে
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রস, টিম প্রিঙ্গল, কাইল ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।



শেয়ার করুন :