পরিত্যক্ত ম্যাচে ব্যাটিং ঝালিয়ে নিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
পরিত্যক্ত ম্যাচে ব্যাটিং ঝালিয়ে নিলো বাংলাদেশ

বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে নেদারল্যান্ডসের কল্যাণে শেষ ম্যাচে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে পেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করায় সেই সুযোগ হাতছাড়া করেছিল লিটন দাসরা।

সিলেটে সিরিজের শেষ ম্যাচে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি। এর আগে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জিতে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ৩৯ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস। এর মধ্যে ইনিংসের তৃতীয় ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রান তুলেন লিটন। চতুর্থ ওভারের শুরুতেই আউট হন ৮ বলে ২টি চারে ১২ রান করা সাইফ।

পঞ্চম ওভারের প্রথম বলের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ৩৫ মিনিট পর আবারও শুরু হয় খেলা। অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪টি অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি।

নবম ওভারে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় উইকেটে লিটনের সাথে ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন হৃদয়।

দলীয় ৭৭ রানে হৃদয় ফেরার শামিম হোসেনকে নিয়ে ৩৫ বলে ৪৪ রানের জুটি গড়েন লিটন। রেকর্ড হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় ব্যক্তিগত ৭৩ রানে আউট হন লিটন। ৪৬ বল খেলে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

১৫তম ওভারে লিটন ও শামিম ফেরার পর বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকের আলি ও নুরুল হাসান। পঞ্চম উইকেটে জাকের-নুরুল ২৩ বলে ৪২ রান যোগ করার পর বৃষ্টিতে রাত ৮টা ৩১ মিনিটে বন্ধ হয় খেলা।

এ সময় ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ। বৃষ্টি অব্যাহত থাকায় শেষ পর্যন্ত রাত ৯টা ৪২ মিনিটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

১টি করে চার-ছক্কায় জাকের ১৩ বলে ২০ এবং ২টি ছক্কায় নুরুল ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের কাইল ক্লাইন ৩ উইকেট নেন।

তিন ম্যাচে ১৪৫ রান করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমরা দাস। শেষ ম্যাচেও ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি।



শেয়ার করুন :