পাকিস্তানকে হারিয়ে আবারও এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানকে হারিয়ে আবারও এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়ে এশিয়া কাপে টানা শিরোপা জয় করলো ভারত। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। প্রথমবারেরর মতো ফাইনালে ভারতের মুখোমুখি হয়েও শিরোপা জিততে পারলো না পাকিস্তান।

রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে হেরে প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৪৬ রান করেছিল পাকিস্তান।

জবাবে ব্যাট করতেদ নেমে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় এবং সর্বোচ্চ ৯ম এশিয়া কাপ শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া।

 

১৪৭ রান তাড়া করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারায় ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ৫ ও শুভমান গিল ১২ রানে পাকিস্তানের পেসার ফাহিমের বলে বিদায় নেন। অধিনায়ক সূর্যকুমার যাদবকে ১ রানে থামান পেসার আফ্রিদি।

শুরুর ধাক্কা সামাল দিতে চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করে সফল হন তিলক ভার্মা ও উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। উইকেটে সেট হয়ে রানের চাকা সচল করে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা। ১৩তম ওভারে তিলক-স্যামসন জুটি ভেঙ্গে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আবরার আহমেদ। ২টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২৪ রান করেন স্যামসন।

দলীয় ৭৭ রানে স্যামসন ফেরার সময় ৪৬ বলে ৭০ রান দরকার ছিল ভারতের। পঞ্চম উইকেটে ৪০ বলে ৬০ রানের জুটি গড়ে ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিলক ও শিবম দুবে। ১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন দুবে। তখন শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল ভারতের।

রউফের করা শেষ ওভারের প্রথম বলে ২, দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে ১ রান নিয়ে স্কোর সমান করেন তিলক। আর চতুর্থ বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন রিঙ্কু সিং।

দুবে ২টি করে চার-ছক্কায় ২২ বলে ৩৩, ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন তিলক। ৪ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। পাকিস্তানের ফাহিম ২৯ রানে ৩ উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারহান ও ফখর জামান। পাওয়ার প্লেতে ৪৫ রান তুলেন তারা। পরের ওভারের দলের রান ৫০ পূর্ণ করেন ফারহান ও জামান। ইনিংসের নবম ওভারে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফারহান।

৩৫ বলে হাফ-সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেননি ফারহান। পরের ওভারে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মাকে ক্যাচ দেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন ফারহান। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে ৮৪ রান তুলেন ফারহান-জামান।

প্রথম উইকেট পতনে পর ক্রিজে আসেন সাইম আইয়ুব। জামানের সাথে ১৯ বলে ২৯ রানের জুটিতে দলের রান ১শ পার করেন সাইম। ১৩তম ওভারে দলীয় ১১২ রানে জামান-সাইম জুটি ভাঙেন স্পিনার কুলদীপ যাদব।

এরপর কুলদীপ ও অক্ষর প্যাটেলের সাথে পেসার জসপ্রিত বুমরাহর তোপে তাসের ঘরের মতে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৪৪ বল ও ৩৩ রানে শেষ ৯ উইকেট পতনে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান।


বিষয়ঃ

শেয়ার করুন :