বৈধতা পেলেন রেদুয়ান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না আমিনুল-ফাহিম

রোকুনুজ্জামান সেলিম রোকুনুজ্জামান সেলিম প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫
বৈধতা পেলেন রেদুয়ান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না আমিনুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচক হতে পারছেন না বতর্মান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিম। ঢাকা বিভাগ থেকে মনোনয়ন বাতিল হওয়া আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান আপিল শুনানিতে বৈধতা পেয়েছেন। বিভাগটি থেকে দুটি পদের বিপরীতে এখন তিনজন নির্বাচন করবেন।

তফসিল অনুযায়ী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছিল আপিল গ্রহণ এবং শুনানির দিন। শুনানিতে বাতিল করা তিনটি মনোনয়নের মধ্যে দুটি বৈধ ঘোষণা করেছেন গঠিত নির্বাচন কমিশন।

বৈধতা পাওয়া দুটি মনোনয়ন হলো- ক্যাটাগরি-১ এর জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এবং রাজশাহী বিভাগের ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. হাসিবুল আলম। বাকি একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেনের মনোনয়নের আপিল শুনানিতে না-মঞ্জুর করা হয়েছে।

ঢাকা বিভাগের আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করার বতর্মান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হওয়ার সুযোগ থাকলো না। কারণ ঢাকা বিভাগ থেকে দু’জন পরিচালক হওয়ার বিপরীতের এখন তিনজন বৈধ প্রার্থী হলো।

sportsmail24

এদিকে, সোমবার বাতিল হওয়া তিনজনের সাথে মঙ্গলবার আরও দুইজনের প্রার্থীতা বাতিল চেয়ে আপিল করা হয়েছিল। শুনানি শেষে আপিল না-মঞ্জুর করা হয়েছে। তারা হলেন- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলন মেহেদী হাসান পুলল এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. হাসানুজ্জামান।

বিষয় নিয়ে নির্বাচন কমিশনার কাজী নজরুল ইসলাম স্পোর্টসমেইলে বলেন, “গতকালের (সোমবার) বাছাই থেকে বাতিল হওয়া তিনজনের মধ্যে শুনানিতে দুইজন বৈধতা পেয়েছেন। এছাড়া তাদের বাইরে আরও দুইজনের বিপক্ষে আপিল আবেদন ছিল, শুনানিতে তা না-মঞ্জুর হয়েছে।”

বুধবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং একই দিন দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বিসিবি নির্বাচনের ৬ অক্টোবর (সোমবার) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে একই দিন সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হবে।


বিষয়ঃ

শেয়ার করুন :