বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে ১৫ অক্টোবরে ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকা এবং চট্টগ্রামে ক্যারিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দুই ফরম্যাটের এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়েছে।
সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে এবং টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ঢাকায় ১৮ অক্টোবরের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে ২০ এবং ২৩ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুপুর দেড়টায়।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দুইদিন পর ২৬ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ এবং ৩১ অক্টোবর। চট্টগ্রামে ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। এছাড়া সিরিজ শেষে ১ নভেম্বর দেশের পথে বিমান ধরবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
২০১৮ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে আর কোন টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়নি দল দুটি। এছাড়া দুই দলের মধ্যে শেষ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে। দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের মাটিতে দুই ফরম্যাটের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।