ট্রফি নিয়ে চলে গেলেন নাকভি, খালি হাতেই ভারতের উদযাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ট্রফি নিয়ে চলে গেলেন নাকভি, খালি হাতেই ভারতের উদযাপন

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করলেও ট্রফি হাতে পায়নি ভারতের ক্রিকেটাররা। রোববার রাতে দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে ঘটলো নাটকীয় ঘটনা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল।

কারণ হিসেবে জানানো হয়, এসিসি সভাপতি ছাড়াও নাকভির আরেক পরিচয় -তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় ক্রিকেটারের এমন দাবিতে পুরস্কার বিতরণ করতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়।

পুরস্কার বিতরণী বিলম্বিত হয় প্রায় ৪৫ মিনিট। এ সময় ভারতীয় ক্রিকেটাররা মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। অবশ্য পাকিস্তানি ক্রিকেটাররা অনেকটা দেরি করে পুরস্কার মঞ্চের পাশে আসে।

দীর্ঘ সময় অপেক্ষার পর ব্যক্তিগত পুরস্কার হিসেবে তিলক ভার্মা, কুলদীপ যাদব ও অভিষেক শর্মা পুরস্কার নেন। অন্যদিকে, রানার্স-আপ পাকিস্তানকে দেওয়া হয় মেডেল ও ৭৫ হাজার ডলারের চেক (ডামি)। তবে ভারতীয় দলকে দেওয়া হয়নি চ্যাম্পিয়ন ট্রফি।

ভারতীয় ক্রিকেটাররা নাকভির হাত থেকে ট্রফি নিয়ে অস্বীকৃতি জানানোর ফলে ট্রফি সঙ্গে করেই নিয়ে যান নাকভি। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করে ভারতী ক্রিকেটাররা। তবে পুরস্কার মঞ্চে এমন ঘটনা নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা।

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেছেন, “আমরা এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপ ট্রফিটি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর অর্থ এই নয় যে, ভদ্রলোক পদকসহ তার সাথে ট্রফিটি নিয়ে যাবেন। আমরা আশা করি যে ট্রফি এবং পদকগুলো যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসবে।”

নাকভির এমন আচরণে ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, “নভেম্বরে দুবাইতে একটি আইসিসি সভা রয়েছে। পরবর্তী সভায় আমরা এসিসি সভাপতির বিরুদ্ধে অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবো এবং প্রতিবাদ শুরু করতে যাচ্ছি।”

ট্রফি না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ক্রিকেট খেলা বা ক্রিকেট দেখার শুরুর পর থেকে এবারই প্রথম দেখলাম যে, একটা চ্যাম্পিয়ন দলকে কোনো ট্রফি দেওয়া হলো না। সেটিও এমন এক চ্যাম্পিয়নশিপ, যা খুব কষ্ট করে জিতেছি। এমন না যে সহজে জিতে গেছি।”

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব এটাই একমাত্র নয়। এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ফাইনালে সেই তিক্ততার প্রতিফলন হলো আরও স্পষ্টভাবে। শেষ পর্যন্ত ভারতীয়রা ট্রফি ছাড়াই খালি হাতে মাঠে শিরোপা উদযাপন করলো।



শেয়ার করুন :