বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বাছাই কার্যক্রমে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা আপিল করতে পারবেন। বাতিল হওয়া তিনজনই ক্যাটাগরি-১ থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছিলেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বিসিবির নির্বাচনে মোট ৫১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া তিনজন হলেন- ঢাকা বিভাগের আবদুল্লাহ আল ফয়াদ রেদওয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা), চট্টগ্রাম বিভাগের মো. শওকত হোসেন (চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা) এবং রাজশাহী বিভাগের হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)।
তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনে একই কারণ উল্লেখ করা হয়েছে। বলা হয়, মনোনয়নপত্রে তাদের সমর্থনকারীর কাউন্সিলর ফরমে দেওয়া স্বাক্ষরের সাথে মনোনয়ন ফরমে দেওয়া স্বাক্ষরের মিল পায়নি নির্বাচন কমিশন।
এ বিষয়ে জামালপুল জেলা ক্রীড়া সংস্থা থেকে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ আল ফয়াদ রেদওয়ানের সাথে যোগাযোগ করা হলে স্পোর্টসমেইল২৪.কমকে তিনি বলেন, “মনোনয়নফরমে স্বাক্ষর মিল পাওয়ার তথ্য জানানো হয়েছে। কাল (মঙ্গলবার) আপিল করবো, স্বাক্ষর জাল হওয়ার কথা না। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করার অপচেষ্টা থেকেই হয়তো এমনটা করা হচ্ছে।”
মনোনয়নপত্র বাতিল হলেও তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) আপিল গ্রহণ এবং শুনানি করবে নির্বাচক কমিশন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল শুনানি শেষে পরদিন বুধবার (১ অক্টোবর) মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে অবশ্য একই দিন মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে।
এদিকে, বাতিল হওয়া তিনজন ছাড়া বাকি ৪৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। ক্যাটাগরি-১ থেকে ১৫ জন, ক্যাটাগরি-২ থেকে ৩০ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন বৈধ প্রার্থী রয়েছেন।
সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবর ঢাকার একটি পাঁচ তারকা হোলেটে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন সভাপতি এবং সহ-সভাপতিও নির্বাচন করা হবে।