সহজ জয়ে সেমিতে ম্যানসিটি, প্রতিপক্ষ আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ এএম, ৩০ জুন ২০২০
সহজ জয়ে সেমিতে ম্যানসিটি, প্রতিপক্ষ আর্সেনাল

ইংলিশ এফএ কাপের শেষ কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে  সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। যেখানে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডি ব্রইন ও রহিম স্টার্লিং।

রোববার (২৮ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ আটের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ করে গেছে ম্যানসিটি। তাতে ফলও পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেবিন ডি ব্রুইন। প্রথমার্ধে আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করেন রহিম স্টার্লিং। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওয়ালার শিষ্যরা। তবে সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়াতে পারতো সিটিজেনরা।

শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে এফএ কাপের রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ৬বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এদিকে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে সেমিতে ওঠেছে ৮বারের শিরোপাজয়ী চেলসি। আর নরউইচ সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে পা রাখে ১২বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। যারা কি-না সেমিফাইনালে একে অন্যের বিপক্ষে লড়বে।

দুই সেমিফাইনালই অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, ১৮ ও ১৯ জুলাই।  ০১ আগস্ট (শনিবার) ফাইনালও হবে একই ভেন্যুতে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও হোঁচট খেল বার্সেলোনা, পথ পরিষ্কার রিয়ালের

আবারও হোঁচট খেল বার্সেলোনা, পথ পরিষ্কার রিয়ালের

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

বান্ধুবীর সাথে টিকটিক করে বাদ পড়লেন ফুটবলার

বান্ধুবীর সাথে টিকটিক করে বাদ পড়লেন ফুটবলার

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড