জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪১ এএম, ০১ জুলাই ২০২০
জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

বার্সেলোনা ছেড়ে ৮২ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন মিডফিল্ডার আর্থার। দুই ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে তার পরিবর্তে বসনিয়া হার্জেগোভেনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে জুভেন্টাস থেকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

যদিও পিয়ানিচের দলবদলের বিষয়টি এখনই ঘোষণা দিতে চাচ্ছে না বার্সেলোনা। তবে খুব শিগগিরই এ ব্যাপারে জানানো হবে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। প্রায় ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিয়ানিচ কাতালান ক্লাবটিতে যোগ দিচ্ছেন। আর্থারের জন্য জুভ বার্সেলোনাকে ৭২ মিলিয়ন ইউরো দিবে, সাথে সম্ভাব্য ১০ মিলিয়ন ইউরো বাড়তি হিসেবে দেওয়ার শর্ত রয়েছে।

উভয় খেলোয়াড়রই নিজ নিজ ক্লাবের হয়ে এবারের ঘরোয়া মৌসুম শেষে নতুন ক্লাবে যোগ দিবেন। আগস্টে চ্যাম্পিয়ন্স লিগেও তাদের পাওয়া যাবে। তবে লিসবনে তারা নতুন ক্লাবের হয়ে খেলবেন কি-না তা নিয়ে শঙ্কা রয়েছে।

২৩ বছর বয়সী আর্থার জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তিতে রাজী হয়েছেন। বার্সেলোনায় তিনি বর্তমানে যা আয় করতেন তার থেকে অনেক বেশি তিনি তুরিনে আয় করবেন। ব্রাজিলের এই আন্তর্জাতিক মিডফিল্ডার রোববার (২৮ জুন) তুরিনে গিয়ে মেডিকেল ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন। এরপর সোমবার (২৯ জুন) পুনরায় বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন। জুভেন্টাসের যাওয়ার আগে বার্সার হয়ে নিজের সেরাটা দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছেন আর্থার।

২০১৮ সালে গ্রেমিও থেকে ৩০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্থার। জুভেন্টাসের সাথে পুরো আলোচনায় তিনি বার্সেলোনায় থাকার ইচ্ছা পোষন করেছেন। কিন্তু জুভেন্টাসের প্রস্তাবের বিপরীতে বার্সেলোনাই তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। অবশেষে সেটাই সত্যি হলো।

বার্সেলোনায় আসার পর প্রথম কয়েক মাস তাকে তারকা মিডফিল্ডার জাভির সাথে তুলনা করা হতো। তারপরেও মূলত আর্থিক দিকটি বিবেচনা করেই আর্থারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। মে মাসের শুরুতে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গিয়েছিল বার্সেলোনা ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৩০ জুনের আগে কোন খেলোয়াড়কে দলে আনতে চায়। করোনাভাইরাসের কারণে ক্লাবের বিশাল আর্থিক ক্ষতির দিকটি এসময় সামনে চলে এসেছিল।

এদিকে জানা গেছ ৩০ বছর বয়সী পিয়ানিচের সাথে চার বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। চার বছর আগে রোমা থেকে জুভেন্টাসের যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ বছর খেলেছেন, ২০ বছর কোচ থাকবেন না জিদান

১৮ বছর খেলেছেন, ২০ বছর কোচ থাকবেন না জিদান

অবসর ভেঙে ফুটবলে ফিরছেন আরিয়েন রোবেন

অবসর ভেঙে ফুটবলে ফিরছেন আরিয়েন রোবেন

আবারও হোঁচট খেল বার্সেলোনা, পথ পরিষ্কার রিয়ালের

আবারও হোঁচট খেল বার্সেলোনা, পথ পরিষ্কার রিয়ালের

গোল উৎসবে জুভেন্টাস, শীর্ষস্থান পাকাপোক্ত

গোল উৎসবে জুভেন্টাস, শীর্ষস্থান পাকাপোক্ত