বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান সানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৪ জুলাই ২০২০
বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান সানে

ম্যানচেস্টার সিটি ছেড়ে শুক্রবার ৫০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন জার্মান উইঙ্গার লেরয় সানে। বায়ার্নে যোগ দেওয়ার পরই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের ইচ্ছা প্রকাশ করেছেন এই জার্মান উইঙ্গার।

পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলা এই জার্মান উইঙ্গার দীর্ঘ ৫ বছর পর নিজ শহরে ফিরেছেন। ২৪ বছর বয়সী সানে বলেন, ‘বায়ার্ন খুবই বড় একটি ক্লাব এবং তাদের লক্ষ্যও বিশাল। আর ওই লক্ষ্যের সঙ্গে মিল রয়েছে আমার নিজেরও। বায়ার্নের হয়ে যত বেশি সম্ভব শিরোপা জয় করতে চাই আমি। এই তালিকার শীর্ষে রয়েছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা।’

সানেকে পেতে কোন ট্রান্সফার ফি দিতে হয়নি বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের। তবে স্কাই স্পোর্টস ও বিবিসি’র রিপোর্টে বলা হয়েছে সিটি ও বায়ার্ন কর্তৃপক্ষ পারস্পরিক সম্মতিতে ৫৪.৮ মিলিয়ন পাউন্ড ফি নির্ধারণ করেছে। জার্মান দৈনিক বিল্ডের দাবি এটি ৫০ মিলিয়ন ইউরোর মত হতে পতে পারে।

বায়ার্নের প্রধান কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করছেন জানিয়ে সানে বলেন, ‘অনু-২১ জাতীয় দলে থাকা অবস্থা থেকেই আমি হ্যান্সিকে চিনি। সেখানে আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক ছিল।’

সানের এই দল বদলটি ছিল অনেকটাই প্রকাশ্যে। এই সপ্তাহের শুরুতেই গার্দিওয়ালা বলেছিলেন সানে সিটি ছাড়তে যাচ্ছে। যে কারণে সে সিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আর বাড়ায়নি।’

গার্দিওয়ালা বলেন, ‘আমরা ক্যারিয়ারের নতুন অধ্যায়ে সানের প্রতি শুভ কামনা করছি। এই ক্লাবের ইতিহাসে বিশেষ একটি সময়ের গুরুত্বপূর্ণ ছিলেন সানে। সিটির সবাই তাকে শুভ কামনা জানিয়েছে।’

২০১৬ সালে বুন্দেসলিগার ক্লাব সালকে থেকে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এ পর্যন্ত সব ধরনের টুর্নামেন্টে ১৩৫টি ম্যাচে অংশ নিয়ে ৩৯ গোল করেছেন সানে। সিটিতে চার বছর কাটিয়েছেন সানে। এই সময় ২৪ বছর বয়সী জার্মান তারকা প্রিমিয়ার লিগের দুই শিরোপার পাশাপাশি জয় করেছেন এফএ কাপ ও দুটি করে লিগ কাপ ও কম্যুনিটি শিল্ডের শিরোপা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

ফিফা আরেক সাবেক কর্মকর্তা ১০ বছরের জন্য নিষিদ্ধ

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

জুভেন্টাসে যাচ্ছেন আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা