ওয়াটফোর্ডকে হারিয়ে পূর্বের অবস্থানে চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৬ জুলাই ২০২০
ওয়াটফোর্ডকে হারিয়ে পূর্বের অবস্থানে চেলসি

ছবি : চেলসি

ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে আবারও ইংলিশ প্রিমিয়ারর লিগে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থান পুনরুদ্ধার করলো চেলসি। শনিবার (৪ জুলাই) ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে পূর্বের অবস্থানে ফিরে গেছে তারা।

লিগ ম্যাচে ধুকতে থাকা বোর্নমাউথকে ৫-২ গোলে হারিয়ে তালিকার চতুর্থ স্থান দখল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তালিকার তৃতীয় অবস্থানে থাকা লিস্টার সিটিও নিজেদের অবস্থান সংহত রেখেছে ক্রিস্ট্যাল প্যালেসকে হারিয়ে। শীর্ষ আসরে গোলের সেঞ্চুরি করেছেন জেমি ভার্ডি।

নিজেদের মাঠে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে ইউনাইটেড। দলের চার আগ্রাসী ফুটবলার জালের দেখা পেয়েছে শনিবারের ম্যাচে। নিজেদের মাঠে অনুষ্ঠিত লিগ ম্যাচে ম্যাসন গ্রিনউডের জোড়া গোল ছাড়াও লক্ষ্য ভেদ করেছেন মার্কাস রাসফোর্ড, এ্যান্থনি মার্টিয়াল ও ব্রুনো ফার্নান্দেস। ফলে ২০১১ সালের পর প্রিমিয়ার লিগে এই প্রথম ৫ গোলের দেখা পেয়েছে রেড ডেভিলসরা।

দলীয় কোচ ওলে গুনার সুলশাল বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আকাশ সমান। এ রকম পারফর্মেন্স আপনাকে শক্তি ও আত্মবিশ্বাস যোগাবে। আমরাও আজ তাই পেয়েছি। দলের বিগত কয়েকটি ম্যাচই আমরা দারুণ উপভোগ করছি। তবে এগুলোর মধ্যে এটি ছিল বেশি আকর্ষনীয়।’

এদিকে টানা ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। স্তানিসলাসের গোলে ১৬ মিনিটে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিক দল। এতে তারা এতেটাই তেতে উঠে শোধও নিয়েছে নিষ্ঠুরভাবে।

২৯ মিনিটে গোলটি পরিশোধ করে ইউনাইটেডকে সমতায় ফিরিয়ে দেন গ্রিনউড (১-১)। ৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন রাসফোর্ড (২-১)। বিরিতে যাওয়ার মুহূর্তে ৪৫ মিনিটে মার্টিয়ালের গোলে নিরাপদ দূরত্ব নিয়ে বিশ্রামে যায় সুলশারের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে পেনাল্টি থেকে কিংয়ের গোলে ফের জমে যায় ম্যাচ। ফলে সফরকারী দলটি ব্যবধান কমিয়ে ৩-২ গোলে চলে আসে। অবশ্য ৫ মিনিট পরেই গ্রিনউডের দ্বিতীয় গোল স্বস্তি ফিরে আসে স্বাগতিক শিবিরে। তার ৫৪ মিনিটের গোলে ব্যবধান বাড়ে ৪-২ । ৫৯ মিনিটে ফার্নান্দেস গোল করলে ৫-২ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

ওই জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে কিছু সময়ের জন্য চেলসিকে টপকে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ওঠে গিয়েছিল ইউনাইটেড। তবে এরপর চেলসি তাদের ম্যাচে রেলিগেশনের হুমকিতে থাকা ওয়াটফোর্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান পুনর্দখল করে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

জুভেন্টাসে বিধ্বস্ত তোরিনো, বুফন-রোনালদোর রেকর্ড

জুভেন্টাসে বিধ্বস্ত তোরিনো, বুফন-রোনালদোর রেকর্ড

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা