সাউথ্যাম্পটনের মাঠে হোঁচট খেল ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ এএম, ০৭ জুলাই ২০২০
সাউথ্যাম্পটনের মাঠে হোঁচট খেল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুলকে হারানোর পরের ম্যাচেই হোঁচট খেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রোববার সাউথ্যাম্পটনের মাঠে ১-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। লিগের প্রথম ম্যাচে ইতিহাদে অবশ্য ২-১ গোলের জয় পেয়েছিল সিটিজেনরা। আর এর আগের ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়েছিল ৪-০ গোলে।

সাউথ্যাম্পটনের মাঠে খেলতে নেমে নিজেদের চেনা রুপ দেখাতে পারেনি সিটিজেনরা। পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য বিস্তার করলেও গোল করতে ব্যর্থ হয় জেসুস, ডি-ব্রুইনরা। উল্টো অবশ্য ঘরের মাঠে ম্যানসিটিকে পেয়ে শুরুতেই গোল করে বসে সাউথ্যাম্পটন। ১৬তম মিনিটে চে অ্যাডামসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠেছিল গার্দিওলার শিষ্যরা। তবে তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজের কর্নারে জেসুস হেড করলে তা গোল পোস্টের গা ঘেঁষে বেড়িয়ে যায়, আর তাতে সমতায় ফেরা হয়নি সিটিজেনদের। বরাবরের মতো ৫০তম মিনিটেও ব্যর্থ তারা।

৭৫তম মিনিটে অবশ্য উল্টো আবারও গোল হজম করতে যাচ্ছিলো ম্যানসিটি। তবে শেষ মুহূর্তে স্টুয়ার্টের শট ঠেকিয়ে ব্যধবান দ্বিগুণ করতে দেননি এডারসন। যোগ করা সময়ে ডি ব্রুইনের ফ্রি কিক মিস হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানসিটিকে।

এ হারে ৩৩ ম্যাচে ২১ জয়, ৯ হার ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন লিভারপুল ৩৩ ম্যাচে ২৯ জয়, ২ হার ও ২ ড্রয়ে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ৩৩ ম্যাচ খেলে ১৭ জয়, ৭ ড্র ও ৯ হারে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিস্টারসিটি। আর ৩৩ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে সাউথ্যাম্পটন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

জুভেন্টাসে বিধ্বস্ত তোরিনো, বুফন-রোনালদোর রেকর্ড

জুভেন্টাসে বিধ্বস্ত তোরিনো, বুফন-রোনালদোর রেকর্ড

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

ব্রাজিলিয়ান গোলরক্ষক ইভানকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

ব্রাজিলিয়ান গোলরক্ষক ইভানকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা