স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যানসিটির গোলবন্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ এএম, ১৩ জুলাই ২০২০
স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যানসিটির গোলবন্যা

প্রতিপক্ষের মাঠে টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। প্রথম পর্বে নিজেদের মাঠে ব্রাইটনকে ৪-০ গোলে হারানোর পর এবার ব্রাইটনের মাঠে গিয়ে স্বাগতিকদের ৫-০ গোলে হারালো পেপ গার্দিওলার শিষ্যরা। যেখানে শুরুর একাদশে জায়গা পেয়ে হ্যাটট্রিক করেছেন রাহিম স্টার্লিং। অন্য গোল দুটি করেন জেসুস ও সিলভা।

শনিবার (১১ জুলাই) ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। যেখানে ঘরের মাঠে ৫-০ গোলের হার দেখতে হয়েছে তাদেরকে। এদিকে টানা দুই ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় পেল সিটিজেনরা। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটিজেনরা।

ব্রাইটনের মাঠে খেলতে নেমে স্বাগতিকদের রীতিমত চেপে ধরে ম্যানসিটি। তাতে গোল পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের। ম্যাচের ২১তম মিনিটে ডি-বক্সের সামনে থেকে নিচু শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। এরপর ৪৪তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল ও দলের তৃতীয় গোল করেন স্টার্লিং। ৫৩তম মিনিটে রিয়াদ মাহরেজের ক্রস থেকে হেড করে গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। তার ২ মিনিট পরেই অবশ্য গোল ব্যবধান ৪-০ করেন সিলভা। আর ৮১তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং। তাতে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এ জয়ে ৩৫ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন লিভারপুল। আর ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

জমে উঠেছে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের লড়াই

জমে উঠেছে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে

প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দিয়ে ৪ ম্যাচে নিষিদ্ধ প্যাট্রিক

প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দিয়ে ৪ ম্যাচে নিষিদ্ধ প্যাট্রিক