লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল, চ্যাম্পিয়ন জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ পিএম, ১৭ জুলাই ২০২০
লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল, চ্যাম্পিয়ন জিদান

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগের এবারের শিরোপা জয় রিয়াল মাদ্রিদের এক প্রকার নিশ্চিতই ছিল। এবার সেই অপেক্ষার পালা শেষ হলো। বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে নিজেদের ৩৪তম লা লিগা শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্টরা। এছাড়া জিদানের অধীনে রিয়ালের এটি ১১তম শিরোপা।

দুই বছর পর লা লিগা শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। লা লিগা চ্যাম্পিয়ন এখন জিনেদিন জিদান, চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগের মুকুট পরেছিল রিয়াল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাতে (বাংলাদেশ সময়) নিজেদের মাঠে ম্যাচে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৯ মিনিটে করিম বেনজেমা দলকে এগিয়ে দেন। ডি-বক্সে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। চলতি মৌসুমে এটি তার ২০তম গোল।
sportsmail24

১-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেও খেলায় আধিপাত্য দেখায় রিয়াল মাদ্রিদ। তবে গোলের দেখা পাচ্ছিল না কোন দল। এর মধ্যে ম্যাচের ৭৩তম মিনিটে পেনাল্টি আদায় করেন রামোস। তবে সেবার গোল বঞ্চিত হয় রিয়াল।

পেনাল্টি শটে প্রথমে বলে টোকা দেন রামোস। ছুটে গিয়ে বল জালে জড়ান বেনজেমা। তবে বলে শট দেওয়ার আগেউ বেনজেমা ডি-বক্সে ঢুকে পড়ায় সেই গোল বাতিল হয়। তবে ৭৭ মিনিটে দ্বিতীয় সুযোগে ঠিকভাবেই বল জালে জড়ান ফরাসি তারকা বেনজেমা। জোড়া গোল পূরণের পাশাপাশি জয় এবং শিরোপাও নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

তবে একটু পরেই ব্যবধান কমায় ভিয়ারিয়াল। ম্যাচের ৮৩ মিনিটে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান ইবোরা। এছাড়া মিনিট পাঁচেক পর সমতায়ও ফিরতে পারত তারা। তবে সে সুযোগ হারিয়ে আর খেলায় ফিরতে পারেনি তারা।
sportsmail24
এদিকে একই সময়ে লা লিগার আরেক ম্যাচে ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। আসরে এটি তাদের ষষ্ঠ পরাজয়। একই সঙ্গে ৩৭ ম্যাচে ২৪ জয়ে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থেকেই মৌসুম শেষ করলো মেসিরা।

লিগে রিয়াল মাদ্রিদ সমান সংখ্য ম্যাচ খেলে তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে। ৩৭ ম্যাচে ২৬ জয়ে রিয়ালের সংগ্রহ ৮৬ পয়েন্ট।

করোনায় লিগ বন্ধ হওয়ার আগে বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। করোনা পরবর্তী ১০ ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। জিদানের অধীনে রিয়াল মাদ্রিদের এটি ১১তম শিরোপা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

শিরোপা জয়ের উদযাপনে রিয়াল মাদ্রিদের মানা

১৮ বছর খেলেছেন, ২০ বছর কোচ থাকবেন না জিদান

১৮ বছর খেলেছেন, ২০ বছর কোচ থাকবেন না জিদান

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা