নেইমার বিশ্বের সেরা : পেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
নেইমার বিশ্বের সেরা : পেলে

নেইমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-কে নিয়ে বরবারই উচ্ছ্বসিত পেলে। এ বার তাঁকে বিশ্বের সেরা ফুটবলারের আখ্যা দিলেন ফুটবল সম্রাট!

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে পেলে বলেছেন, ‘এই মুহূর্তে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার ছাড়া আর কোনও মহাতারকা নেই বিশ্ব ফুটবলে। আমি নিশ্চিত, দক্ষতার বিচারে নেইমারই এই মুহূর্তে সেরা।’

ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য যে নেইমার-ই, খোলাখুলি বলছেন পেলে। বলেছেন, ‘এই মুহূর্তে ব্রাজিলের প্রধান ফুটবলার নেইমার। তবে ক্লাব ও জাতীয় দলে খেলার মধ্যে পার্থক্য রয়েছে। ক্লাবের হয়ে নেইমার বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠে। কিন্তু জাতীয় দলে ও খেলে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে। তবে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি নেইমার।’

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও আশাবাদী ফুটবল সম্রাট। পেলে বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে ব্রাজিলের এই দলটার।’’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘‘জার্মানিকে আমি সব সময়ই গুরুত্ব দিয়েছি। এ ছাড়া আর্জেন্তিনা শেষ পর্যন্ত যেতে পারে।’

পেলে অবশ্য চিন্তিত ফুটবলারদের টানা ম্যাচ খেলা নিয়ে। বলেছেন, ‘আমরা যখন খেলতাম, তখন পরিস্থিতি অন্য রকম ছিল। প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পেতাম আমরা। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ব্রাজিলের অধিকাংশ ফুটবলারই বিদেশে খেলে। তাই প্রস্তুতি নেওয়ার সুযোগ অনেক কম। এই কারণেই সম্প্রতি বেশ কিছু টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। শক্তিশালী জাতীয় দল গড়া এখন একেবারেই সহজ নয়। কারণ, একটা ক্লাব একসঙ্গে একাধিক দুর্ধর্ষ ফুটবলার থাকে। জাতীয় দলে কিন্তু তা হয় না।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির বড় জয়

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির বড় জয়

রিয়ালে খুশি রোনালদো

রিয়ালে খুশি রোনালদো

নেইমারকে থামানো যাবে না

নেইমারকে থামানো যাবে না

ম্যানইউকে নিউক্যাসল ও সাউদাম্পটনকে হারাল লিভারপুল

ম্যানইউকে নিউক্যাসল ও সাউদাম্পটনকে হারাল লিভারপুল