চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার লাগাম টেনে ধরতে চান গাত্তুসো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ০৮ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার লাগাম টেনে ধরতে চান গাত্তুসো

নাপোলির কোচ হিসেবে জেনারো গাত্তুসোর নতুন মিশনটি শুরু হতে পারে বিপর্যয়ের মাধ্যমে। তবে তার দলকে বার্সেলোনার বিপক্ষে জয় এনে দিয়ে চ্যাম্পিয়নস লিগের মিশনকে স্মরনীয় করে রাখতে চান। লাগাম টেনে ধরতে চান মেসির বার্সেলোনার।

শনিবার (৮ আগস্ট) চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে খেলতে বার্সেলোনা সফর করবে দক্ষিন ইতালির ক্লাবটি। এ ম্যাচে জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নসি লিগে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে চায় সিরি-এ লিগের ক্লাবটি। গাত্তুসো বলেন, ‘আমরা ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে চাই।’

ফেব্রুয়ারিতে ইতালির সান পাওলো স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলো’র প্রথম লেগে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। কিন্তু লিওনেল মেসির অনুপ্রেরনায় উজ্জীবিত স্প্যানিশ জায়ান্টরা বিগত সাত বছরের মধ্যে কখনও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজেদের মাঠে হার দেখেনি। কাতালান ওই ক্লাবটি টানা ১৩বারের মত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে খেলার জন্য মুখিয়ে আছে।

চলতি মৌসুমে লা লীগায় দ্বিতীয় স্থান লাভ করেছে বার্সেলোনা। কিন্তু সিরি-এ লীগে নাপোলির অবস্থান সপ্তম। অবশ্য ইতালিয় কাপ জয়ের মাধ্যমে ইউরোপা লিগে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা। গাত্তুসো বলেন, গত সপ্তাহের শেষ ভাগে ল্যাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছে তার শিষ্যরা। ফলে এবারের লিগ মৌসুমটিও তারা শেষ করেছে জয় দিয়ে। তিনি বলেন,‘ এই ম্যাচটিকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ের খেলা উপহার দিতে চাই। আমরা জানি বার্সেলোনার মত দলের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদেরকে ঝুঁকি নিতে হবে।’

তবে তাদের জন্য বড় প্রশ্ন হল ছয়বারের ব্যালন ডি অর খেতাব জয়ী মেসিকে তারা কীভাবে সামলাবে। গাত্তুসো বলেন, ‘আমি কেবল স্বপ্নেই মেসিকে পাহারা দিতে পারি। অথবা আমার ছেলের প্লে স্টেশনে। আমরা বার্সেলোনার মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের নিজস্ব স্টাইল রয়েছে। আমরা প্রস্তুতিও নিয়েছি। তবে তাদের একজন খেলোয়াড় আছে যার নাম মেসি। যিনি ১০জন খেলোয়াড়কেই পেছনে ফেলে দিতে পারেন।’

এদিকে আঁতোয়ান গ্রিজম্যানের করা গোলে নাপোলির মাঠ থেকে কোনো রকমে ১-১ গোলে ড্র করে ফিরেছিল বার্সেলোনা। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় কিকে সেতিয়েনের দল আছে মোটামুটি সুবিধাজনক অবস্থানে। যদিও ইনজুরিতে জর্জরিত বার্সেলোনা। শঙ্কায় আছে ক্লেমেন্ট লেংলেট আর স্যামুয়েল উমতিতি।

দুর্বল রক্ষণভাগের কারণে কিছুটা দুঃশ্চিন্তায় বার্সেলোনা। তবে দলের সঙ্গে আছে পূর্ণ বিশ্রাম পাওয়া লুইস সুয়ারেজ, লিওনেল মেসি এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরা গ্রিজম্যান। শনিবার বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চার ফুটবলার করোনায় আক্রান্ত

চার ফুটবলার করোনায় আক্রান্ত

পিএসজিতে সেরা ফর্মে রয়েছি : নেইমার

পিএসজিতে সেরা ফর্মে রয়েছি : নেইমার

স্ত্রীসহ করোনা আক্রান্ত বিশ্বনাথ ঘোষ

স্ত্রীসহ করোনা আক্রান্ত বিশ্বনাথ ঘোষ

ক্যাম্পের জন্য ধাপে ধাপে রিপোর্ট করবেন ফুটবলাররা

ক্যাম্পের জন্য ধাপে ধাপে রিপোর্ট করবেন ফুটবলাররা