বার্সেলোনার জালে বায়ার্ন মিউনিখের আট গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ১৬ আগস্ট ২০২০
বার্সেলোনার জালে বায়ার্ন মিউনিখের আট গোল

লিওনেল মেসির বার্সেলোনার বিপক্ষে গোলের উৎসব করে সেমিফাইনালে পা রাখলো বায়ার্ন মিউনিখ। তৃতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে মেসিদের আটটি গোল দিয়েছে বায়ার্ন।

লিসবনে অনুষ্ঠিত এ ম্যাচে শেষ পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে এটাই প্রথম এতবড় জয় পেল বায়ার্ন। অন্যদিকে বার্সেলোনার ইতিহাসেও এতবড় পরাজয় এটাই প্রথম।
sportsmail24
শুক্রবার (১৪ আগস্ট) রাতে ম্যাচে প্রথমার্ধেই ৫টি গোল হয়েছে। পরের অর্ধেকে হয়েছে আরও ৫টি। মোট ১০ গোলের মধ্যে ৯টিই দিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন নিজেদের জালে একটি গোল না জড়ালে ব্যবধান দাঁড়াতো ৮-১ গোলের। বার্সার হয়ে বাকি গোলটি করেছেন লুইস সুয়ারেজ।

ফাইনালের আগে আরেকটি ফাইনাল ম্যাচ হিসেবে ধরে নিয়েছিল ফুটবল ভক্তরা। কারণ, বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের মধ্যকার খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবেই -এমনটাই ধারণা ছিল সবার। তবে মাঠের খেলায় বার্সাকে খুঁজে পাওয়াই কঠিন ছিল।
sportsmail24
এদিকে ১৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মেসি ছাড়াও রোনালদোরও নেই। আসর থেকে রোনালদোর জুভেন্টাস ছিটকে গেছে আগেই। এবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ কাছে বিদায় নিলো বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেপ্টেম্বরে শুরু হচ্ছে বুন্দেসলিগার পরবর্তী মৌসুম

সেপ্টেম্বরে শুরু হচ্ছে বুন্দেসলিগার পরবর্তী মৌসুম

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যাচ্ছেন থিয়াগো

বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যাচ্ছেন থিয়াগো

‘মেসিকে স্বপ্নেই আটকানো সম্ভব’

‘মেসিকে স্বপ্নেই আটকানো সম্ভব’