‘মেসিকে স্বপ্নেই আটকানো সম্ভব’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৪ আগস্ট ২০২০
‘মেসিকে স্বপ্নেই আটকানো সম্ভব’

লা লিগা ও সিরি-এ লিগের মিশন শেষে এবার শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের মিশন। করোনার কারণে স্থগিত হওয়া চ্যাম্পিয়নস লিগের নতুন সূচি ঘোষণা করেছে উয়েফা। শনিবার (১০ আগস্ট) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো’র দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে নাপোলি। শেষ ষোলো’র ম্যাচে নামার আগে নেপোলির কোচ জানিয়েছেন, লিওনেল মেসিকে স্বপ্নেই আটকানো সম্ভব।

সিরি-এ লিগের শেষ ম্যাচে ফাবিয়ান লুইজ, লরেঞ্জো ইনসিগনে ও মাতেও পলিটানোর গোলে লাৎসিওকে ৩-১ গোলে হারিয়েছে নাপোলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে পরিকল্পনা জানতে চাওয়া হয় নাপোলি কোচ জেন্নারো গাট্টুসোর কাছে।

প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি মেসিকে শুধু স্বপ্নেই আটকাতে পারবো। অথবা আমার ছেলের প্লে স্টেশন গেমে নেপোলি বনাম বার্সেলোনার ম্যাচেও তা সম্ভব।’

ফেব্রুয়ারিতে প্রথম লেগে ঘরের মাঠ সান পাউলো স্টেডিয়ামে কাতালানদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নেপলসের দলটি। ইতালিয়ান লিগে নিজেদের শেষ ম্যাচে বড় জয় কি বার্সার বিপক্ষে কাজে দিবে?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাৎসিও ও বার্সেলোনা দুই দলই আলাদা। কৌশল ও শারীরিক দক্ষতার মিশ্রণ লাৎসিও। বার্সেলোনা পুরোটাই মানসম্পন্ন ফুটবল খেলে থাকে। আমাদের খেলতে হবে দল হিসেবে। আত্মবিশ্বাস নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমরা জানি এখানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা নিশ্চিন্তে নিজেদের সেরা খেলাটা খেলতে চাই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা

ফিফা সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা

‘ব্রাজিলে নেইমারের চেয়ে মেসির জনপ্রিয়তা বেশি’

‘ব্রাজিলে নেইমারের চেয়ে মেসির জনপ্রিয়তা বেশি’

অনাস্থা ভোট, নতুন সঙ্কটে বার্সা সভাপতি

অনাস্থা ভোট, নতুন সঙ্কটে বার্সা সভাপতি

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি