এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ভিএআর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ এএম, ২৬ আগস্ট ২০২০
এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ভিএআর

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অভিষেক ঘটতে পারে প্রযুক্তি নির্ভর ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিং (ভিএআর)। সোমবার (২৪ আগস্ট) এক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। করোনাভাইরাসের মাহামারির কারণে দীর্ঘ ছয় মাসের বিরতির পর টুর্নামেন্টটি শুরুর জোর প্রক্রিয়া চলছে।

ইতোমধ্যে বিশ্বব্যাপি এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে। প্রিমিয়ার লিগ থেকে ২০১৮ বিশ্বকাপেও ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি। তবে এর সিদ্ধান্তগুলো অনেক সময় সমালোচনার জন্ম দিচ্ছে। এক বিজ্ঞপ্তিতে এশিয়ার এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতা বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায়, এই বছর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে ব্যবহৃত হবে এই প্রযুক্তি।

ওয়েস্ট জোনের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর আর ইস্ট জোনের ২৫ নভেম্বর। একক লেগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। এএফসি জানায়, এই সিদ্ধান্ত প্রমাণ করে এশিয়ার ফুটবল রেফারিং নতুন মানদন্ড অব্যাহত রেখেছে।

২০১৯ সালের এশিয়া কাপের ফাইনালের মাধ্যমে এশিয়ায় প্রথম ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। পশ্চিমে সৌদি আরব থেকে শুরু করে পুর্বে জাপান পর্যন্ত বিস্তৃতি দেশগুলোর ৩২টি ক্লাব এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়। কিন্তু করোনা মহামারির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ায় মার্চ থেকে বন্ধ রয়েছে টুর্নামেন্টের খেলা। তবে সেপ্টেম্বর মাস থেকে টুর্নামেন্টটি আবারও চালু করতে চায় এএফসি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

পুলিশের সাথে সংঘর্ষে জড়ালো পিএসজি সমর্থকরা

পুলিশের সাথে সংঘর্ষে জড়ালো পিএসজি সমর্থকরা

বার্সেলোনায় বদলী খেলতেও রাজি সুয়ারেজ

বার্সেলোনায় বদলী খেলতেও রাজি সুয়ারেজ

স্বপ্ন ভঙ পিএসজির, ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন

স্বপ্ন ভঙ পিএসজির, ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন