বার্সার অনুশীলনে যাচ্ছেন না মেসি, দেননি করোনা পরীক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ এএম, ৩১ আগস্ট ২০২০
বার্সার অনুশীলনে যাচ্ছেন না মেসি, দেননি করোনা পরীক্ষা

বার্সেলোনা ছাড়তে চেয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারেননি লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে বিষয়টি সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত আইনি যুদ্ধে জড়াতে পারে।

প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়তে চাইলেও মেসি প্রাক মৌসুমের অনুশীলনে যোগ দেবেন বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে এখন আর সেটি হচ্ছে না। শুধু তাই নয়, অনুশীলনে যোগ দেওয়ার আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষার জন্য নমুনা দিতেও রাজি হননি মেসি।

স্পেনের সংবাদ মাধ্যম মার্কা তার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। বলা হয়, আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির এখন আইনি যুদ্ধের পথে না হেঁটে উপায় নেই। প্রাক মৌসুমের অনুশীলনে যোগ দেওয়ার জন্য রোববার (৩০ আগস্ট) ক্যাম্প ন্যুতে মেসির করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল। কিন্তু মেসি জানিয়ে দিয়েছেন, তিনি করোনা পরীক্ষা করাবেন না।

করোনা পরীক্ষা না করালে সোমবার (৩১ আগস্ট) থেকে শুরু হওয়া অনুশীলনে নামার প্রশ্নই আসে না। এখন মেসি অনুশীলনে না ফিরলে তার বিরুদ্ধে বার্সেলোনাও আইনি আইনি ব্যবস্থার সুযোগ পাবে। যদিও আইনগত দিক থেকে মেসি পিছিয়ে রয়েছেন এমনটাও বলা যাচ্ছে না।

মেসির আইনজীবীদের দাবি, বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তিতে শর্ত রয়েছে মৌসুমে শেষে ক্লাব ছাড়তে পারবেন তিনি। করোনার কারণে মৌসুমে মাত্র শেষ হয়েছে। এখনও দল বদলের সময় চলছে।

তবে বার্সেলোনার দাবি, মেসির ফ্রিতে ক্লাব ছাড়ার সময় ১০ জুন শেষ হয়ে গেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে দলে ভেড়াতে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে ক্লাবগুলোকে

মেসিকে দলে ভেড়াতে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে ক্লাবগুলোকে

মেসি থাকতে রাজি হলে পদত্যাগ করবেন বার্তোমেউ

মেসি থাকতে রাজি হলে পদত্যাগ করবেন বার্তোমেউ

এক নজরে লিওনেল মেসির কীর্তি

এক নজরে লিওনেল মেসির কীর্তি

বার্সেলোনা ছেড়ে কোথায় যাচ্ছেন লিওনেল মেসি

বার্সেলোনা ছেড়ে কোথায় যাচ্ছেন লিওনেল মেসি