প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০
প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন চারিদিকে উত্তেজনার বারুদ জ্বলে। বার্সেলোনা-রিয়ালের ম্যাচ মানেই পুরো পৃথিবীর ফুটবল সমর্থকেরা ভাগ হয়ে যায় দুই ভাগে। সেখানে এল ক্ল্যাসিকো হলে তো কথাই নেই। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো হবে ২৫ অক্টোবর বার্সেলোনার ক্যাম্প ন্যূ’তে।

লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী ২০২০-২১ মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো হবে বার্সেলোনার ক্যাম্প ন্যূ’তে। ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। আর এল ক্ল্যাসিকোর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২০২১ সালের এপ্রিলে। ২০২১ সালের ১১ এপ্রিল রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে যাবে বার্সেলোনা।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে লা লিগার নতুন মৌসুম । যেখানে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ মৌসুম শুরু করবে বার্সেলোনা। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল সোসিয়েদাদের মাঠে।

লিগের শেষ রাউন্ড হবে ২০২১ সালের ২৩ মে। শেষ ম্যাচে এইবারের মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শেষ করবে রিয়াল মাদ্রিদ। তবে আগস্টে চ্যাম্পিয়নস লিগে ব্যস্ত থাকায় প্রথম দুই রাউন্ডে খেলবে না বার্সেলোনা। আর প্রথম এক রাউন্ডে খেলবে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রিলিজ ক্লজে আটকা মেসি, গুণতে হবে ৭শ’ মিলিয়ন ইউরো

রিলিজ ক্লজে আটকা মেসি, গুণতে হবে ৭শ’ মিলিয়ন ইউরো

সুয়ারেজকে বাদ দিতে বার্সেলোনার গুণতে হবে ১৬ মিলিয়ন ডলার

সুয়ারেজকে বাদ দিতে বার্সেলোনার গুণতে হবে ১৬ মিলিয়ন ডলার

বার্সার অনুশীলনে যাচ্ছেন না মেসি, দেননি করোনা পরীক্ষা

বার্সার অনুশীলনে যাচ্ছেন না মেসি, দেননি করোনা পরীক্ষা

প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ম্যাচ খেলা গ্যারেথ ব্যারির অবসর

প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ম্যাচ খেলা গ্যারেথ ব্যারির অবসর