নেশনস লিগ দিয়ে মাঠে ফিরছে ফুটবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২০
নেশনস লিগ দিয়ে মাঠে ফিরছে ফুটবল

ফাইল ফটো

প্রাণঘাতি করোনার কারণে এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে ইউরো-২০২০। তবে মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। উয়েফা নেশনস লিগ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। আর করোনা ভাইরাসের এ সংক্রমনের মাঝে শিরোপা ধরে রাখার মিশনে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

স্বাভাবিক সময়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ শেষ হওয়ার আট সপ্তাহের মধ্যেই শুরু হয় কন্টিনেন্টাল এ আন্তর্জাতিক ফুটবল আসর। তবে গত নভেম্বরে ইউরো বাছাইয়ের পর ১০ মাসের ব্যবধানে প্রথমবার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি।

জার্মান কোচ জোয়াচিম লো বলেছেন, ‘আমাদের দল ফের মাঠে ফিরতে পারায় আমরা আনন্দিত। আমরা আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছি। বিগত মাসগুলো প্রত্যেকের জন্য ছিল বেশ কঠিন।’

আধুনিক যুগে এতো দীর্ঘ বিরতি শোনা যায় না। আসন্ন মাসগুলোতে কিভাবে ক্যালেন্ডার পূরণ করবে সেটিও দেখতে হবে। এ মাসে প্রায় সবগুলো দেশই ফুটবলে ফিরতে যাচ্ছে। ২০২০-২১ মৌসুমের ইউরোপীয় লিগ শুরুর আগেই এ আন্তর্জাতিক সূচি শুরু হচ্ছে।

ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, ‘আমার মতে সবারই ফুটবল ক্যালেন্ডারের দিকে নজর দেওেয়া উচিৎ এবং এর দায় সবার। প্রত্যেকে নিজের প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা করছে, এতে ক্যালেন্ডার বাড়ছে এবং স্থান ছোট হচ্ছে। খেলোয়াড়দের প্রতি প্রত্যাশার চাপ বাড়বে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ছয় রাউন্ডের নেশনস লিগ। শীর্ষ চারটি দল ফাইনাল রাউন্ডে খেলবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো

রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো

জার্মানির বর্ষসেরা ফুটবলার রাবর্ট লেভানডোভস্কি

জার্মানির বর্ষসেরা ফুটবলার রাবর্ট লেভানডোভস্কি