ঘরের মাঠে স্পেনের বিপক্ষে পয়েন্ট হারালো জার্মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০
ঘরের মাঠে স্পেনের বিপক্ষে পয়েন্ট হারালো জার্মানি

উয়েফা নেশনস লিগের প্রথম আসরে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় আসরের শুরুতেই ব্যর্থ হলো জার্মানি। প্রথম আসরে জয়শূন্য দলটি এবার জয়ের সম্ভাবনা জাগালেও শেষ মুহূর্তে স্পেনের ডিফেন্ডার হোসে লুইস গায়ার গোলে পয়েন্ট হারিয়েছে জার্মানি।

বার্লিনের মার্সিডিজ বেঞ্চ অ্যারেনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের জার্মান-স্পেনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। যেখানে টিমো ভেরনারের গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও স্পেনকে সমতায় ফেরান গায়া।

উয়েফা নেশনস লিগের উদ্বোধনী সবার চোখ ছিল জার্মান-স্পেনের ম্যাচে। তবে কোন দলই নিজেদের সেরা ছন্দ দেখাতে পারেনি। ম্যাচের ১১তম মিনিটে টিলো কেরার হেড করলে তা কর্নারের বিনিময়ে বল ঠেকান গোলরক্ষক দাভিদ দে হেয়া।

স্পেন শিবিরে আক্রমণের তিন মিনিট পর নিজেদের ভুলে হজম করতে বসেছিলেন জার্মানি। রদ্রিগো মরেনো গোল করার সুযোগ পেলে তা ব্যর্থ হন তিনি। প্রথম প্রচেষ্টায় মিস করলেও দ্বিতীয় প্রচেষ্টায় পেছন থেকে এসে বল ক্লিয়ার করেন গোলরক্ষক কেভিন ট্রাপ।

এরপর ১৮তম মিনিটে আবার আক্রমণ সাজায় জার্মানি। লেরয় সানের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক। কোন গোল করতে না পারায় গোল শূন্য অবস্থায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে রবিন গোজেন্সের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে নেন ভেরনার। ৫৮তম মিনিটে অবশ্য সমতায় ফেরার সুযাগ পেয়েছিল স্পেন। তবে তাতেও ব্যর্থ হয় সফরকারীরা।

ম্যাচের ৭০তম মিনিটে থিয়াগো আলকান্তারার জোরালো শট পোস্টের একটু বাইরে দিয়ে গেলে হতাশা বাড়ে স্পেনের। রদ্রিগোর করা হেডে গোলমুখে দাঁড়ানো গায়া ছোট একটা টোকায় বল জালে ঠেলে দেন। হারতে বসা ম্যাচে পয়েন্ট পেয়ে উল্লাসে মাতে স্পেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের শরীরে করোনা শনাক্ত

নেইমারের শরীরে করোনা শনাক্ত

এক নজরে নেশনস লিগের গ্রুপ ও ম্যাচ সূচি

এক নজরে নেশনস লিগের গ্রুপ ও ম্যাচ সূচি

‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ