রিয়াল না রাখতে চাইলেও থাকতে চান বেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০
রিয়াল না রাখতে চাইলেও থাকতে চান বেল

রেকর্ড পারিশ্রমিকে ২০১৩ সালে ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেলকে দলে নিয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২২ সাল পর্যন্ত বেলের সাথে চুক্তি করে রিয়াল। কিন্তু মেয়াদ ফুরানোর আগেই বেলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে রিয়াল। বেলকে নতুন মৌসুমের আগেই ছেড়ে দিয়ে চায় রিয়াল। স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে এমন কথা বলা হয়েছে।

গত মৌসুমে নিয়মিত মাঠে নামার সুযোগ পাননি বেল। ফলে গত মৌসুমেই চীনের ক্লাব জিয়াংসু সুনিং কিনতে চেয়েছিল বেলকে। তবে সেটি ফ্রি-তে। কিন্তু রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাতে রাজি হননি। কিন্তু এখন রিয়াল ছাড়তে চাইছে বেলকে। কিন্তু এখন বেঁকে বসেছেন বেল। নিজে দল ছাড়বেন না। তাকে ছাড়ার কাজটি সম্পন্ন করবে রিয়ালই। আর না ছাড়লে এবং খেলার সুযোগ না পেলে, আগামী দু’বছর খেলাহীন দলের সাথে থাকতে কোন আপত্তিও নেই বেলের।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দেপোর্তোস কুয়াত্রো’ সান্তিয়াগো বার্নাব্যু অফিস থেকে একটি খবর বের করেছে। তারা জানিয়েছে, বেলকে ছেড়ে দিতে আগ্রহী রিয়াল। তাই বেলের চুক্তির বাকি দুই বছরের বেতন দিয়ে দিতে চায় রিয়াল। তাতে ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে যেতে পারবেন বেল।

কিন্তু বেল এতে রাজি নন। বেলের এজেন্ট জোনাথন বার্নেট জানিয়েছেন, চুক্তির মেয়াদ পর্যন্ত আগামী দুই মৌসুম বসে থাকবেন, তবু রিয়াল ছাড়বেন না ৩১ বছর বয়সী বেল। তবে বেলের এজেন্ট জোনাথন বার্নেটের সাথে আলোচনার করে সমস্যা মীমাংসা করতে চায় রিয়াল।

দুই বছরে যা বেতন তা কমিয়ে, তাকে ছাড়তে চায় রিয়াল। বেলকে আগামী দু’বছর অগ্রিম বেতন দিতে চাইলে, রিয়ালের খরচ হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩শ কোটি টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ বলছে, রিয়াল বেলকে ছাড়ার আগ্রহ দেখানোয় ম্যানচেষ্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার তাকে কিনতে আগ্রহী।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো কনকাকাফ

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো কনকাকাফ

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি

ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

মাঠে ফিরেই রোনালদোর জোড়া গোল, পর্তুগালের দুর্দান্ত জয়

মাঠে ফিরেই রোনালদোর জোড়া গোল, পর্তুগালের দুর্দান্ত জয়