২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো কনকাকাফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০
২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো কনকাকাফ

উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সংস্থা কনকাকাফ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত করেছে। প্রাণঘাতি করোনার কারণে ম্যাচগুলো ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে কনকাকাফের পক্ষ থেকে বলা হয়, ২০২১ সালের মার্চে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃবিতে বলে, ‘বেশ কয়েকটি অঞ্চল করোনার কারণে এখনও সমস্যায় রয়েছে। আর এটাই ম্যাচ বাতিলের সিদ্ধান্তের মূল কারণ। তার উপর বেশ কয়েকটি দেশে এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। যে কারণে ৩০টি আন্তর্জাতিক ফুটবল দল কঠিন সমস্যায় পড়তে পারে বলে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

গত সপ্তাহে কনকাকাফ সভাপতি ভিক্টও মোনটাগলিয়ানি ম্যাচ বাতিলের সম্ভাব্য ইঙ্গিত দিয়েছিলেন। গত মাসে নতুন ফরম্যাটে কনকাকাফ বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী ৩০টি দল ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ বিজয়ীরা তিনটি দুই লেগের প্লে-অফ ম্যাচে অংশ নেবে। প্লে-অফের বিজয়ী দলগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে হোম ও এ্যাওয়ে ভিত্তিতে ২০২১ সালের জুনে ফাইনাল-এইট পর্বে উত্তীর্ণ হবে।

বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী যুক্তরাষ্ট্র, কোস্টা রিকা, মেক্সিকো ও জ্যামাইকা ইতোমধ্যেই ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে। শেষ আটের শীর্ষ তিনটি দল ২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্ব খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ স্থানটির জন্য চতুর্থ স্থান অর্জনকারী দল অন্য অঞ্চলের শীর্ষ দলের সাথে প্লে-অফে খেলবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি

ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

মাঠে ফিরেই রোনালদোর জোড়া গোল, পর্তুগালের দুর্দান্ত জয়

মাঠে ফিরেই রোনালদোর জোড়া গোল, পর্তুগালের দুর্দান্ত জয়

ফিরলেন মেসি, আনুগত্যের প্রশ্নে জল

ফিরলেন মেসি, আনুগত্যের প্রশ্নে জল