বিশ্ব চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিল ফিনল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ১৩ নভেম্বর ২০২০
বিশ্ব চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিল ফিনল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের চেয়ে সবদিকেই পিছিয়ে থাকা ফিনল্যান্ড চমক দেখালো। প্যারিসে প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ফিনল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।

বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ২৮তম মিনিটেই এগিয়ে যায় ফিনল্যান্ড। বল পেয়েই দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মার্কাস ফর্স। প্রথম গোলের মাত্র ৩ মিনিট পরেই গোলের ব্যবধার দ্বিগুণ করে ফিনল্যান্ড।

ফ্রান্সের ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন অনি ভালাকারি। ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। এর ফলে ২০১৫ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে কোনো ম্যাচে প্রথমার্ধে দুই গোল হজম করে ফ্রান্স।

২-০ গোলে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরে আবারও বিপতে পড়ে ফ্রান্স। ৪৮তম মিনিটে কাউকোর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফ্রান্সর গোলরক্ষক। এরপর গোল পরিশোধে মরিয়া ফ্রান্স ফিনল্যান্ডকে কাঁপিয়ে দিলেও কাজের কাজটি হয়নি।

গোলের মরিয়া ফ্রান্স ৫৭তম মিনিটে গ্রিজমান ও মার্সিয়ালদের মাঠে নামায়। তবে তারাও গোল করতে পারেননি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলর জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের বিপক্ষে আগের আট ম্যাচেই জয় পেয়েছিল ফ্রান্স। তবে এবার হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার ফ্রান্সের এটা প্রথম হার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যান্ডোরার জালে পর্তুগালের ৭ গোল, ফিরলেন রোনালদো

অ্যান্ডোরার জালে পর্তুগালের ৭ গোল, ফিরলেন রোনালদো

নেইমার-এমবাপের চুক্তি নিয়ে আলোচনা শুরু

নেইমার-এমবাপের চুক্তি নিয়ে আলোচনা শুরু

মেনিস্কাস টিয়ার ইনজুরিতে আনসু ফাতি

মেনিস্কাস টিয়ার ইনজুরিতে আনসু ফাতি

তিন পেনাল্টি ও এক আত্মঘাতীতে কুপোকাত রিয়াল মাদ্রিদ

তিন পেনাল্টি ও এক আত্মঘাতীতে কুপোকাত রিয়াল মাদ্রিদ