কোভিড-১৯ পজিটিভ জেমি ডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৬ নভেম্বর ২০২০
কোভিড-১৯ পজিটিভ জেমি ডে

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর ফলে রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করা হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে জয় দিয়ে ফুটবলের ধ্রুপদী লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে প্রথম প্রীতি ম্যাচ জয়ের আনন্দ জেমি ডের করোনা পজিটিভ হওয়ায় অনেকটাই ফিকে হয়ে গেছে।

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর শুক্রবারই সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে শুধু মাত্র জেমি ডে শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ আসার পর তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এখন সররত নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাকে আর ডাগআউটে দেখা যাবে না।

দুই ম্যাচ সিরিজে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার প্রথম ম্যাচে নেপারকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে বাংলাদেশ। এখন ১৭ নভেম্বর (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে জেমি ডে’র দল।

এদিকে জেমির শরীরে গুরুতর লক্ষণ না থাকায় আবারও পরীক্ষা করা হবে বলে জানোনো হয়েছে। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, নতুন করে আরও একবার জেমি ডের করোনা পরীক্ষা করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-নেপাল ম্যাচে দর্শকদের সাড়া

বাংলাদেশ-নেপাল ম্যাচে দর্শকদের সাড়া

ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনাকে হটালো ব্রাজিল

ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনাকে হটালো ব্রাজিল

দেশে গিয়ে করোনায় আক্রান্ত সালাহ

দেশে গিয়ে করোনায় আক্রান্ত সালাহ

উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল