ডিসেম্বরে ফিফা অ্যাওয়ার্ড, অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ২২ নভেম্বর ২০২০
ডিসেম্বরে ফিফা অ্যাওয়ার্ড, অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি

চলতি বছরের ১৭ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে ফিফার বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এ ঘোষণা দিয়েছে। করোনা মহামারীর কারণে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি’অর এর এবারের আয়োজন বাতিল ঘোষণা করেছিল।

ফিফা বর্ষসেরা এ অনুষ্ঠান সেপ্টেম্বরে মিলানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীর কারণে বাতিল করা হয়। গত বছর মিলানে লিওনেল মেসি রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন।

জাতীয় দলের অধিনায়ক, কোচ, গণমাধ্যম ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হবে এ ভোটিং কার্যক্রম এবং শেষ হবে ৯ ডিসেম্বর।

সেরা খেলোয়াড় ছাড়া সেরা পুরুষ ও নারী বিভাগে সেরা কোচ ও গোলরক্ষককেও ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে। সেরা গোলের জন্য দেওয়া হবে পুসকাস অ্যাওয়ার্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা

কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ, একদিনে চার ম্যাচ

কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ, একদিনে চার ম্যাচ

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত