মাতৃকালীন ছুটি, যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৬ ডিসেম্বর ২০২০
মাতৃকালীন ছুটি, যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফিফা

নারী ফুটবলারদের জন্য যুগান্তকারী এক সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখন থেকে নারী ফুটবলাররা ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাবেন। নতুন নিয়ম অনুযায়ী সন্তান জন্মের পর সংশ্লিষ্ট নারী ফুটবলারকে কমপক্ষে ৮ সপ্তাহ বাধ্যতামূলক ছুটি দিতে হবে।

মাতৃত্বকালীন ছুটি শেষ হলে সেই নারী ফুটবলারকে ক্লাবে বহাল করতে হবে এবং একই সঙ্গে তার চিকিৎসার বন্দোবস্ত যাতে সংশ্লিষ্ট ক্লাব থেকে করা হয় সে দিকেও নজর দিতে হবে। শুক্রবার (৪ ডিসেম্বর) ফিফার পরিচালনা পর্ষদে নতুন এ আইন অনুমোদন দেওয়া হয়েছে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘ফুটবলাররাই আসল। তারা যাতে উন্নতি করতে পারে, সেদিকে নজর দেওয়াই আমাদের (ফিফার) আসল উদ্দেশ। নারী ফুটবলারদের ক্যারিয়ার আরও স্থিতিশীল করার জন্য আমাদেরই উদ্যোগী হতে হবে। ওদের মাতৃত্বকালীন ছুটির দরকার হলে চিন্তার কোন ব্যাপারই নেই। ওরা ছুটি নিতে পারবে। নারীদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে এসব দিকে নজর দিতে হবে।’

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি যারা নেবেন, তারা বেতনের (চুক্তি অনুযায়ী) দুই-তৃতীয়াংশ অর্থ পাবেন। এছাড়া গর্ভধারণের জন্য কোন নারী ফুটবলার যাতে সমস্যায় না পড়েন, সে দিকেও কড়া নজর রাখবে বলে জানিয়েছে ফিফা।

ফিফা কাউন্সিল যে সব নতুন নিয়ম কার্যকর করছে তাতে কোচরাও উপকৃত হবেন। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ফুটবলের উন্নয়ন এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার কাজটা করে থাকেন কোচরা। ওদেরও চাকরির নিরাপত্তা থাকা দরকার। কোচদের সুরক্ষার জন্য ন্যূনতম একটা মান আমাদেরই বজায় রাখতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

ডিসেম্বরে ফিফা অ্যাওয়ার্ড, অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি

ডিসেম্বরে ফিফা অ্যাওয়ার্ড, অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি