অল্পতেই রক্ষা পেলেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ এএম, ২১ জানুয়ারি ২০২১
অল্পতেই রক্ষা পেলেন মেসি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখায় কমপক্ষে চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবল যাদুকর লিওনেল মেসি। তবে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো লাল কার্ড দেখা এ ফুটবলার অল্পতেই বেঁচে গেছেন। মেসিকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটি মেসির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করেছে।

এর ফলে মেসি বৃহস্পতিবার কোপা দেল রে-তে তৃতীয় স্তরের কর্নেলার ​​বিপক্ষে এবং রোববার লা লিগায় এলচে’র বিপক্ষে খেলতে পারে না।

গত রোববার (১৭ জানুয়ারি) রাতে সেভিয়ায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে গোল পরিশোধে মরিয়া মেসিকে বার বার অবৈধভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি মেজাজ হারান। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে আঘাত করে বসেন বার্সা অধিনায়ক।

প্রথম দিকে বিষয়টি রেফারির চোখ এড়িয়ে গেলে পরে ভিএআর-এর সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখোন রেফারি। যা বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। বিলবাওয়ের বিপক্ষে ওই ম্যাচে বার্সেলোনাও ২-৩ গোলের ব্যবধানে হেরে গেছে।

ধারণা করা হয়েছিল, লাল কার্ড দেখার অপরাধে কমপক্ষে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি। এমনকি বিভিন্ন গণমাধ্যমে তার চেয়ে বেশি ম্যাচের বিষয়েও শঙ্কার কথা বলা হয়েছিল। তবে ওই ঘটনার ভিডিও খতিয়ে দেখে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দুই ম্যাচের জন্য শাস্তি আরোপ করেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

‘চ্যাম্পিয়ন ফর পিস’ অ্যাওয়ার্ড জিতলেন মেসি

‘চ্যাম্পিয়ন ফর পিস’ অ্যাওয়ার্ড জিতলেন মেসি