নাটকীয় ম্যাচে শেষ হাসি বার্সেলোনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১
নাটকীয় ম্যাচে শেষ হাসি বার্সেলোনার

ছবি : বার্সেলোনা

বদলি নেমে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। এরপর আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার বিপক্ষে ঘুরে দাঁড়ায় রিয়াল বেতিস। তবে দিকে ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের দারুণ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। এ জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে আবারও দুই নম্বরে ফিরেছে তারা।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষ রিয়াল বেতিসে মাঠে নাটকীয়তা ও রোমাঞ্জ ছড়ানো ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। লিগে বার্সেলোনার দ্বিতীয় স্থানে ফেরায় সমান গোল নিয়েও তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

বেতিসের মাঠে ম্যাচের শুরু থেকেই চলে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ। মেসিকে রেখে মাঠে নামা বার্সেলোনা ম্যাচে অষ্টম মিনিটে ধাক্কা খায়। চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রোনালদ আরাহো। তার জায়গায় মাঠে নামান মিডফিল্ডে আলো ছড়ানো ফ্রেংকি ডি ইয়ংকে।
sportsmail24
আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে বল দখলে পিছিয়ে থাকা বেতিস ৩৮তম মিনিটে এগিয়ে যায়। মাঠের ডান দিক থেকে এমেরসনের বাড়ানো ক্রসে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইগলেসিয়াস। ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দু’দল।

পিছিয়ে পড়ে ৫৭তম মিনিটে রিকি পুসকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান কোচ। মাঠে নামার দুই মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান মেসি। ডান দিকে সতীর্থের পাস থেকে ডি-বক্সের মুখে বল পেয়ে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মেসি।
sportsmail24
সমতায় ফিরে ৬৮তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডিফেন্ডার ভিক্তর রুইসের পায়ে লেগে আত্মঘাতী গোল খেয়ে বসে বেতিস। তবে পিছিয়ে গিয়েও ফিরে আসে বেতিস। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাঁ থেকে নাবিল ফেকিরের ক্রসে হেডে সমতা টানেন রুইস।

২-২ গোলের সমতায় থাকা ম্যাচে শেষ দিকে ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন ত্রিনকাও। ডি-বক্সের মাঝে বেতিস বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে জোরালো এক শটে গোল আদায় করে নেন তিনি। ফলে ৩-২ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে হারলো দশজনের রিয়াল

ঘরের মাঠে হারলো দশজনের রিয়াল

রিয়ালের গোল উৎসব

রিয়ালের গোল উৎসব

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা