কাতার বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের বেশিরভাগ ম্যাচ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১
কাতার বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের বেশিরভাগ ম্যাচ স্থগিত

মার্চে অনুষ্ঠিতব্য ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বে বেশিরভাগ ম্যাচই স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নতুন তারিখ অনুযায়ী মে ও জুন মাসে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে জাপান, অস্ট্রেলিয়া ও সৌদি আরবের নির্ধারিত ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এএফসি এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯ মহামারির কারণে বিভিন্ন দেশে এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় আপাতত ম্যাচগুলো আয়োজন সম্ভব নয়। এএফসি ও ফিফা যৌথভাবে বাছাইপর্বের ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এশিয়ান বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ সেটের ম্যাচগুলো ২০১৯ সালে নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে কোভিডের কারণে তা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো এখনো শেষ হয়নি।

১৫ জুনের মধ্যে এ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড শেষ করার নির্দেশ দিয়েছে ফিফা। ৪০টি দলের এখনো চারটি করে ম্যাচ বাকি রয়েছে।

এএফসি জানিয়েছে, এ ব্যপারে সহযোগিতার জন্য তারা সদস্য এসোসিয়েশনগুলোর সাথে কাজ করে যাচ্ছে। আট গ্রুপের শীর্ষ আট দল ও দ্বিতীয় স্থানে থাকা সেরা চারটি দল তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। তৃতীয় রাউন্ড শুরু হবে সেপ্টেম্বরে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ ফুটবল বিশ্বকাপ গ্যালারিতে থাকবে মদের ব্যবস্থা!

২০২২ ফুটবল বিশ্বকাপ গ্যালারিতে থাকবে মদের ব্যবস্থা!

কাতারে তিন ভেন্যুতে ক্লাব বিশ্বকাপ

কাতারে তিন ভেন্যুতে ক্লাব বিশ্বকাপ

কাতার বিশ্বকাপের চতুর্থ স্টেডিয়াম উন্মুক্ত

কাতার বিশ্বকাপের চতুর্থ স্টেডিয়াম উন্মুক্ত

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া