করোনাভাইরাসে আক্রান্ত রামোস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৪ এপ্রিল ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত রামোস

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদই পেল রিয়াল মাদ্রিদ। বুধবার দিবাগত রাত ১টায় এ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে মঙ্গলবার (১৩ এপ্রিল)  দলটির ডিফেন্ডার রামোস করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ক্লাব।  

প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগের ম্যাচেও দলে পাচ্ছে না দলটির অন্যতম সেরা খেলোয়াড় সার্জিও রামোসেকে। দলের নিয়মিত করোনা টেস্টে 'পজিটিভ' আসে এ ডিফেন্ডারের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

ইঞ্জুরির কারণেই ইতিমধ্যেই খেলার বাইরে রয়েছেন তিনি, তার মাঝেই করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এল ক্ল্যাসিকো ম্যাচে রামোস মাঠে উপস্থিত থাকলেও কোন খেলোয়াড় তার সংস্পর্শে আসেনি, এমন খবরই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 

 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালকে টপকে ধনী ক্লাবের শীর্ষে বার্সেলোনা

রিয়ালকে টপকে ধনী ক্লাবের শীর্ষে বার্সেলোনা

দ্বিতীয় লেগে মাঠে ফিরছেন এমিলি

দ্বিতীয় লেগে মাঠে ফিরছেন এমিলি

ফিক্সিং অভিযোগে তদন্তের আওতায় সার্বিয়া

ফিক্সিং অভিযোগে তদন্তের আওতায় সার্বিয়া

বদলে গেল ভেন্যু, বদলে গেল তারিখ!

বদলে গেল ভেন্যু, বদলে গেল তারিখ!