জয়ের খোঁজে আরামবাগ

মো. রাকিবুল হক মো. রাকিবুল হক প্রকাশিত: ০২:৩৪ এএম, ০৫ মে ২০২১
জয়ের খোঁজে আরামবাগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরু থেকেই ধুঁকছে আরামবাগ ক্রীড়া সংঘ। এক সময় এই আরামবাগ থেকেই উঠে আসতো নতুন তরুণ খেলোয়াড়। তবে, কয়েক বছরের ব্যবধানেই বদলে গেল ক্লাবের চিত্র। বড় বড় দলগুলোর সাথে লড়াই করা আরামবাগ এখন রয়েছে রেলিগেশন জোনে। লিগে ১৩ ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পায়নি তারা। 

এমন বাজে অবস্থাকে সঙ্গী করেই বুধবার (৫ মে) চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে আরামবাগ। টেবিলের ৭ম স্থানে থাকা চট্টগ্রাম আবাহনী সব দিক থেকেই এগিয়ে আরামবাগের। সন্ধ্যে ৭টায় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১২টিতেই হেরেছে আরামবাগ। তাদের প্রাপ্তি কেবল একটি ড্র। উত্তর বারিধারার বিপক্ষে সেই ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছিল আরামবাগ। 

লিগে এখন পর্যন্ত জয় না পেলেও জয়ের আশা ছাড়ছে না আরামবাগ। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও জয়ের জন্যই খেলবে বলে জানান দলটির ডিফেন্ডার কাজী রাহাদ। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা রাহাদ আরামবাগের এই সিজনের নিয়মিত মুখ।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে  ম্যাচ নিয়ে রাহাদ বলেন, `প্রতিটি দলই মাঠে নামে জয়ের জন্য। আমরাও জয়ের জন্যই খেলব। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।` 

মধ্যবর্তী দলবদলে অনেক নতুন খেলোয়াড় দলে ভেড়ায় আরামবাগ। তবে তাদের অনেকেরই নেই প্রিমিয়ার লিগে খেলার নূন্যতম অভিজ্ঞতাও! 

মধ্যবর্তী দলবদলে অনেক খেলোয়াড়কে আরামবাগ ছেড়ে দিলেও দলের নিয়মিত মুখ কাজী রাহাদের উপর আস্থা রেখেছে ক্লাব। নিজের পারফরম্যান্স নিয়ে খুশি রাহাদও। তিনি মনে করেন, আরও ভালো খেলা উপহার দেয়ার সামর্থ্য রয়েছে তার। 

কাজী রাহাদ বলেন, `আমার পারফরম্যান্সে এখন পর্যন্ত আমি খুশি। তবে আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমি সেগুলো নিয়ে কাজ করছি। আশা করি, নিজের ভুলগুলো শুধরে আরও ভালো খেলা উপহার দিতে পারব।` 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

সব দিকে এগিয়ে, তবুও হারলো সেভিয়া

সব দিকে এগিয়ে, তবুও হারলো সেভিয়া

ফিটনেস কোচকে দিয়ে নতুন উদ্যোগ বাফুফের

ফিটনেস কোচকে দিয়ে নতুন উদ্যোগ বাফুফের

ম্যাচের চাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামের 'আর্তনাদ'

ম্যাচের চাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামের 'আর্তনাদ'

শেষ ৭ মিনিটে `সিআর৭` ম্যাজিক, জিতল জুভেন্টাস

শেষ ৭ মিনিটে `সিআর৭` ম্যাজিক, জিতল জুভেন্টাস