চমক ছাড়াই বেলজিয়ামের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ এএম, ১৮ মে ২০২১
চমক ছাড়াই বেলজিয়ামের দল ঘোষণা

ইউরো কাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। কোন বড় ধরনের চমক ছাড়াই এ দল ঘোষণা করেন দলটির ম্যানেজার রবারতো মারটিনেজ। সোমবার (১৭ মে) বেলজিয়াম তাদের অফিশিয়াল টুইটারে এ দল ঘোষণা করে। 

ঘোষিত দলে বড় কোন চমক না থাকলেও দলে সুযোগ মিলেনি ম্যানচেস্টার ইউনাইটেডের উইংগার আদনান জানুয়াজের। ২৬ সদস্যের দলের ৯জনই সুযোগ পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো থেকে। 

ইউরো কাপে নিজেদের প্র্যথম ম্যাচে ১২ই জুন রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে  বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। ২১ই জুন ডেনমার্ক এর বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। 

এদিকে দল হিসেবেও দারুণ ফর্মে রয়েছে  বেলজিয়াম। সর্বশেষ ৭ ম্যাচের ছয়টিতেই জয় লাভ করেছে তারা।  

ঘোষিত দলঃ

গোলকিপারঃ থিয়াবুট করতোয়া, সিমন মিগনোলেট, মাতজ সেলস।

ডিফেন্ডারঃ টবি এলবারউইরেলেড, দেদ্রিক বয়াটা, জেসন ডিনেয়ার, থমাস ভারমালিন, জন ভারটংহেন। 

মিডফিল্ডারঃ  ইয়ানিক ক্যারেসকো, থিমুথি কেসটাগনি, নাচের চাঁদলি, থরগ্যান হেজারড, থমাস মিউনিয়ার, কেভিন ডি ব্রুইন, লিয়ান্ডার দেনদঙ্কার, ড্যানিশ প্রায়েট, ইউরি টিয়েলেমান্স, হ্যান্স ভানাকেন, এক্সেল উইসেল। 

ফরোয়ার্ডঃ জেরেমি ডকু, ইডেন হেজারড, ড্রাইস মারটিনেজ,  লিওআন্দ্রো টসারড, মিকি বাতশুয়াইয়ি, ক্রিস্টিয়াল বেন্টেইক ও রামেলা লুকুকু। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৩০ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা পাননি দিবালা

৩০ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা পাননি দিবালা

বদলে গেল সুর, ক্লাব ছাড়ছেন না জিদান

বদলে গেল সুর, ক্লাব ছাড়ছেন না জিদান

দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

পিএসজির সহজ জয়, জমে উঠলো লিগ ওয়ান

পিএসজির সহজ জয়, জমে উঠলো লিগ ওয়ান