বায়ার্নের চেয়ারম্যান পদ ছাড়ছেন রুমেনিগে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ এএম, ০২ জুন ২০২১
বায়ার্নের চেয়ারম্যান পদ ছাড়ছেন রুমেনিগে

দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন করার পর বায়ার্নের পদ ছাড়ছেন কার্ল হেইঞ্জ রুমিনিগে। ১৯৯১ সালে বায়ার্নের দায়িত্ব নিয়েছিলেন রুমিনিগে। সফলতার পর দায়িত্ব ছাড়ছেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান।

মঙ্গলবার (১ জুন) এক বিবৃতিতে কার্ল হেইঞ্জ রুমিনিগের দায়িত্ব থেকে সরে যাওয়ার খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। চলতি মাসের ৩০ তারিখে এ দায়িত্ব থেকে সরে যাবেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন অলিভার কান।

দায়িত্ব ছাড়ার বিষয়ে রুমিনিগে বলেন, ‘ দায়িত্ব ছাড়ার জন্য এটাই উপযুক্ত সময়।’ নতুন মৌসুমের শুরু থেকেই বায়ার্নের দায়িত্ব নিবেন কান। চলতি বছরের আগস্টে শুরু হবে জার্মান বুন্দেসলিগার ২০২১-২০২০ মৌসুম।

রুমিনিগের যুগের পর কেমন করে বায়ার্ন মিউনিখ সেটাই দেখার অপেক্ষায় বায়ার্ন সমর্থকরা। রুমিনিগের সময়ে বায়ার্ন মিউনিখ ১৯ বার লিগ শিরোপার পাশাপাশি ৩ বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল। কানের সময়কালেও সেই রকমটাই আশা থাকবে সমর্থকদের।

কার্ল হেইঞ্জ রুমিনিগে সহ-সভাপতি হিসেবে বায়ার্নে আসেন ১৯৯১ সালে। ১১ বছর সাফল্যের সাথে কাজ করার পর চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর ১৯ বছর সফলতার সাথে কাজ করে বিদায় নিচ্ছেন তিনি।

বায়ার্নের কর্মকর্তা হওয়ার আগে ১৯৭৪ থেকে ১৯৮৪ পর্যন্ত খেলোয়াড় হিসেবে ১০ মৌসুম কাটিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে পশ্চিম জার্মানির হয়ে খেলেছিলেন এ স্ট্রাইকার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গণমাধ্যম বিতর্ক : ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাওমি ওসাকা

গণমাধ্যম বিতর্ক : ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাওমি ওসাকা

৫ বছরের চুক্তিতে বার্সায় গার্সিয়া

৫ বছরের চুক্তিতে বার্সায় গার্সিয়া

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

রিয়ালে খেলার সব গুণই আছে এমবাপের : বেনজেমা

রিয়ালে খেলার সব গুণই আছে এমবাপের : বেনজেমা