এএফসি কাপের নতুন সূচিতে খুশি বসুন্ধরা কিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৩ এএম, ০৩ জুন ২০২১
এএফসি কাপের নতুন সূচিতে খুশি বসুন্ধরা কিংস

মে মাসে মাঠে গড়ানোর কথা ছিল এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। কিন্তু করোনার কারণে তখন তা সম্ভব হয়নি। সেই ম্যাচগুলোর জন্য এবার নতুন সূচি প্রকাশ করছে এএফসি। নতুন সূচি অনুযায়ী, আগস্ট থেকে পুনরায় মাঠে গড়াবে ম্যাচ।নতুন সূচিতে খুশি এএফসি কাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বসুন্ধরা কিংস।

এএফসি কাপের 'ডি' গ্রুপে রয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। সময় পরিবর্তন করে আগস্টে ম্যাচ নেয়ায় খুশি ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। তিনি জানান, বসুন্ধরার চিঠির প্রেক্ষিতেই এএফসি এই পরিবর্তন এনেছে।

ইমরুল হাসান বলেন, 'আমাদের চিঠিতে সাড়া দিয়ে এএফসি কাপের খেলা আগস্ট মাসে নেওয়ায় আমরা এএফসির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তখন প্রিমিয়ার লিগের সকল খেলা শেষ থাকবে। ফলে শুধু কিংস নয়, সকল ক্লাবই লাভবান হবে।'

যেহেতু আগস্টে খেলা হবে এবং প্রিমিয়ার লিগও থাকবে না তাই স্বাগতিক হওয়ার জন্যও বসুন্ধরা কিংস আবেদন করবে বলে জানান কিংস সভাপতি। তিনি বলেন, 'যেহেতু খেলা পিছিয়ে আগস্টে চলে গেছে, তাই আমরা স্বাগতিক হওয়ার জন্যও চেষ্টা করব।'

গ্রুপ ‘ডি’ এর ম্যাচের ফিক্সচার:

১৫ আগষ্ট - প্লে-অফ
বেঙ্গালুরু বনাম ক্লাব ঈগলস

১৮ আগষ্ট

এটিকে মোহনবাগান বনাম প্লে-অফ থেকে আসা দল
বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস

২১ আগষ্ট
প্লে-অফ থেকে আসা দল বনাম বসুন্ধরা কিংস
মাজিয়া স্পোর্টস বনাম এটিকে মোহনবাগান

২৪ আগষ্ট
এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস
মাজিয়া স্পোর্টস বনাম প্লে-অফ থেকে আসা দল

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগান আক্রমণ সামলাতে বাংলাদেশের গোলপোস্টে কে?

আফগান আক্রমণ সামলাতে বাংলাদেশের গোলপোস্টে কে?

বার্সেলোনাতেই থাকছেন মেসি

বার্সেলোনাতেই থাকছেন মেসি

তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ হলেন আনচেলত্তি

তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ হলেন আনচেলত্তি

বায়ার্নের চেয়ারম্যান পদ ছাড়ছেন রুমেনিগে

বায়ার্নের চেয়ারম্যান পদ ছাড়ছেন রুমেনিগে