ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৯ জুন ২০২১
ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল

ফিফার নিষেধাজ্ঞায় পড়লো ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স। সোমবার (৭ জুন) এক চিঠিতে নিষেধাজ্ঞার খবর জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে বুধবার (৯ জুন) শুরু হতে যাওয়া দলবদলে অংশ নিতে পারবে না ক্লাব দুইটি।

ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে বেতন ভাতা না দেওয়ার অভিযোগ করেছে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবল জনি আকোস্তা। এ শুনানির কারণেই নিষেধাজ্ঞায় পড়েছে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল।

এছাড়াও ইস্ট বেঙ্গলে খেলা আরও নয় ফুটবলার ভারতীয় ফুটবলার সে দেশের ফুটবল ফেডারেশনে বেতন ভাতা না দেওয়ার অভিযোগ করেছে। এ অভিযোগ প্রমানিত ক্লাবটি আরও বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে।

ক্লাবের মালিকানা নিয়ে ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্ট কোম্পানির মধ্যে বেশ কয়েকদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এর ফলে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের বেতন ভাতা পরিশোধ করতে পারেনি। এছাড়াও ২০২০ সালে ইস্ট বেঙ্গল ক্লাবের মালিকানা নেওয়ার সময় এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে সকল অর্থ পরিশোধ করবে জানিয়ে মুচলেকা দিয়েছিল শ্রী সিমেন্ট কোম্পানি।

মুচলেকা দেওয়ার পরও দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা থাকার কারণে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট কোনো অর্থ প্রদান করেনি। এর ফলে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে কারও বেতন ভাতা পরিশোধ করা সম্ভব হয়ে উঠেনি।

ইস্ট বেঙ্গল ক্লাবের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের আরেক ক্লাব কেরালা ব্লাস্টার্সের বিপক্ষেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্লোভাকিয়ার ফুটবলার মাতেই পোপলাতনিকের বেতন ভাতা পরিশোধ না করায় নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। কেরালা ব্লাস্টার্স কতৃপক্ষ নিষেধাজ্ঞা এড়াতে পোপলাতনিকের সাথে যোগাযোগ করছে। ফিফার নিয়মানুযায়ী বেতন পরিশোধ করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেই সুনীল ছেত্রীর কাছেই হারলো বাংলাদেশ

সেই সুনীল ছেত্রীর কাছেই হারলো বাংলাদেশ

হার্ট প্রতিস্থাপনের পরও ফুটবল মাঠে ১৪ বছরের তরুণী

হার্ট প্রতিস্থাপনের পরও ফুটবল মাঠে ১৪ বছরের তরুণী

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা

অবশেষে মাঠে নামতে পারছেন বোল্ট

অবশেষে মাঠে নামতে পারছেন বোল্ট