সাঞ্চোকে দলে ভেড়াচ্ছে ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৬ এএম, ১১ জুন ২০২১
সাঞ্চোকে দলে ভেড়াচ্ছে ম্যানইউ

অবশেষে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন জেডন সাঞ্চো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমের শুরু থেকেই তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে। প্রায় দেড় বছর ধরে তাকে দলে ভেড়াতে চেষ্টায় রয়েছে ম্যানইউ।

ইংলিশ লিগের দল ম্যানচেস্টার সিটি ছেড়ে বুন্দেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ডে পাড়ি জমান সাঞ্চো। মূলত ম্যানসিটিতে থাকাকালীন পর্যাপ্ত প্লেয়িং টাইম পাননি তিনি। সিটি থেকে ডর্টমুন্ডে গিয়ে নিজেকে বেশ ভালো ভাবেই মেলে ধরেন জেডন সাঞ্চো। ডর্টমুন্ডের জার্সিতে ১৩৭ ম্যাচে ৫০ গোল এবং ৬৪ অ্যাসিস্ট করেছেন তিনি।

সাঞ্চোকে দলে ভেড়াতে প্রায় দেড় মৌসুম ধরে অপেক্ষায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে করোনাভাইরাস মহামারির কারণে ডর্টমুন্ডের দাবি করা ১২০ মিলিয়ন দিয়ে তাকে দলে ভেড়াতে পারেনি।

তবে এ মৌসুমে সাঞ্চোকে বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। আর সাঞ্চোকে ৯৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়াবে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেডে আসার বিষয়ে সাঞ্চো এবং তার এজেন্টের বিষয়ে কথা বার্তা সেরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন শুধু সময়ের অপেক্ষা। বরুসিয়া ডর্টমুন্ডের সাথে আলোচনা শেষ হলেই ম্যানচেস্টারের বিমান ধরবেন জেডন সাঞ্চো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাসিক বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

মাসিক বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

সোনালী সময়ের কিংবদন্তি ফুটবলার মুন্না

সোনালী সময়ের কিংবদন্তি ফুটবলার মুন্না

মুশফিককে ভোট দিবেন যেভাবে

মুশফিককে ভোট দিবেন যেভাবে

ডিপিএলের আরও দুই রাউন্ডের সূচি প্রকাশ

ডিপিএলের আরও দুই রাউন্ডের সূচি প্রকাশ