ইউরোর স্টেডিয়ামের পাশে গাড়িতে বোমা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৮ জুন ২০২১
ইউরোর স্টেডিয়ামের পাশে গাড়িতে বোমা!

ইউরোপের ১১ শহর জুড়ে চলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের এবারের আসর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে কেন্দ্রে করে পুরো ইউরোপজুড়ে চলছে উৎসবের আমেজ। এর মধ্যে অপ্রীতিকর ঘটনা থেকে রেহাই পেল ইউরোপবাসী। ইতালির রোম স্টেডিয়ামের পাশে এক রাজনীতিবিদের গাড়িতে বোমা পাওয়া গেছে।

বোমা উদ্ধারের ঘটনায় এখনও কোনো উদ্দেশ্য খুঁজে পায়নি ইতালিয়ান পুলিশ। তবে পুলিশের ধারণা ওই রাজনীতিবিদকে মারার উদ্দেশ্যেই বোমা রাখা হয়েছিল।

এক পথচারী গাড়ির বাইরে তার দেখে স্থানীয় পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ এসে বোমাটি উদ্ধার করা করেছে। ফলে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গিয়েছে ইউরোপ।

রোমের মেয়র ভার্জিনিয়া রাগি জানিয়েছে, স্থানীয় রাজনীতিবিদ এবং ঐতিহ্য ও পার্ক উন্নয়নের সাথে যুক্ত মার্কো দেরিয়ার গাড়ি থেকে বোমাটি পাওয়া গিয়েছে। মার্কো গাড়ি পার্ক করে বাড়িতে ঢুকেছিলেন। তারপর তার গাড়িতে বোমাটি লাগানো হয়। বোমা লাগানোর সাথে সংশ্লিষ্ট কাউকে এখনও খুঁজে বের করতে পারেনি ইতালিয়ান পুলিশ।

মার্কোর গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখান থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রোমের স্টেডিয়ামের দূরত্ব মাত্র এক কিলোমিটার। পুলিশের ধারণা বোমা বিস্ফোরিত হলে বেশ ক্ষয়ক্ষতি হতে পারতো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের আমন্ত্রণ পেয়েছে রিয়াল-বার্সা-জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের আমন্ত্রণ পেয়েছে রিয়াল-বার্সা-জুভেন্টাস

ফ্রিতে বার্সায় যোগ দিচ্ছেন ডিপে

ফ্রিতে বার্সায় যোগ দিচ্ছেন ডিপে

নার্সের দাবি খুন হয়েছেন ম্যারাডোনা

নার্সের দাবি খুন হয়েছেন ম্যারাডোনা

রিয়াল-রামোসের ১৬ বছরের সম্পর্কের ইতি

রিয়াল-রামোসের ১৬ বছরের সম্পর্কের ইতি