দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৬ জুন ২০২১
দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাচ্ছে না বাংলাদেশের নারী ফুটবল। তবুও নারী ফুটবলে র‍্যাংকিংয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন নেই। শুক্রবার (২৫ জুন) ফিফা নতুন নারী র‍্যাংকিং প্রকাশ করেছে। আর তাতে আগের ১৩৭ নম্বর অবস্থানেই আছে বাংলাদেশ নারী ফুটবল দল। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে যথারীতি সবার উপরে আছে যুক্তরাষ্ট্র।

নতুন প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। পুরুষ ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনার অবস্থান যথাক্রমে ৭ এবং ৩৫।

বয়স ভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের বেশ সরব উপস্থিতি থাকলেও জাতীয় দলের খেলার সুযোগ অনেক কম। যে কারণেই র‍্যাংকিংয়ে সামনে আগাতে পারছে না বাংলাদেশ।

শুক্রবারে প্রকাশিত র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে আছে ভারত। ফিফা র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৭। বাংলাদেশের উপরে অবস্থান করছে নেপাল, ফিফা র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ১০০। এছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যদেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভূটানের অবস্থান যথাক্রমে ১৪৩,১৪৪ এবং ১৬১।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠেই খেলবে বাংলাদেশের মেয়েরা

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠেই খেলবে বাংলাদেশের মেয়েরা

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা

মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

আত্মঘাতী গোলের আসর ইউরো ২০২০

আত্মঘাতী গোলের আসর ইউরো ২০২০